ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেমিকার সঙ্গে দেখা করতে গিয়ে হত্যার শিকার প্রেমিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০২, ১৮ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুরের কাটাসুর এলাকায় শাহাদাত নামে এক যুবককে কুাপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে মোহাম্মদপুরের তিন রাস্তার মোড় এলাকার গ্রিন ভিউ হাউজিং সংলগ্ন সড়কে হাঁটছিলেন শাহাদত। এসময় ধারালো অস্ত্র নিয়ে কয়েকজন তার ওপর হামলা চালায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, একদল মুখোশধারী দুর্বৃত্ত শাহাদাতকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে থাকে। জীবন বাঁচাতে ওই সময় শাহাদাত একটি বাসায় ঢোকেন। কিন্তু তারপরও দুর্বৃত্তরা তাকে কোপাতে থাকে।

স্বজনরা জানায়, শাহাদাত কাটাশুর এলাকায় প্রেমিকার সাথে দেখা করতে গেলে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে এলেপাথাড়ি আঘাত করে। পরে হাসপাতালে নেয়া হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে। 

পুলিশ জানিয়েছে, এ  ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এটি প্রেমঘটিত কোন বিষয় কিনা খতিয়ে দেখা হবে বলেও জানায় পুলিশ। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি