ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

প্রেমের সুষম বণ্টনের দাবিতে রাবিতে বিক্ষোভ

রাবি সংবাদদাতা

প্রকাশিত : ১৫:১৫, ১৪ ফেব্রুয়ারি ২০২১

‘কেউ পাবে, কেউ পাবে না, তা হবে না, তা হবে না’। ‘তুমি কে, আমি কে- বঞ্চিত, বঞ্চিত; কেউ পাবে তো কেউ পাবে না, তা হবে না হবে না; দেহ দিয়ে প্রেম নয়, মন দিয়ে প্রেম হয়; প্রেমের নামে প্রহসন, চলবে না চলবে না’। প্রেমের সুষম বণ্টন চাই।

বিশ্ব ভালোবাসা দিবসে এমনই সব আক্ষেপ জানিয়ে প্রেমের সুষম বণ্টন পেতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রেম বঞ্চিত সংঘের সদস্যরা। আজ রোববার বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে শুরু হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে বঞ্চিতরা নানা শ্লোগানে প্রতিবাদ জানাতে থাকেন।

পরে মিছিলটি পূর্বের জায়গায় এসে মিলিত হয়ে সমাবেশে অংশ নিয়ে বক্তারা বলেন, বিশ্ব ভালোবাসা দিবসে আমরা বঞ্চিত। অনেকে চার-পাঁচটা প্রেম করে ঘুরে বেড়াচ্ছে, আর আমরা একটাও পাচ্ছিনা। আমরা প্রেমের এমন বণ্টন চাই না। সুষম বণ্টন চাই। তবে আমরা প্রেমের বিরোধী নই। ১৪ ফেব্রুয়ারি প্রেমের নামে যে ভণ্ডামি চলে তার প্রতিবাদ করছি। একজন চার-পাঁচটা প্রেম করে, আমরা সেটার প্রতিবাদ জানাই।

এদিকে পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবসকে ঘিরে রাজশাহী বিশ্ববিদ্যালয় কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। দিবস দুটিকে কেন্দ্র করে ক্যাম্পাসে যাতে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য প্রত্যেকটি পয়েন্টে টহল দিচ্ছে পুলিশের সদস্যরা।

তাছাড়া আইডি কার্ড ছাড়া বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সন্ধ্যা ৬টার মধ্যেই সবাইকে ক্যাম্পাস ছাড়তেও নির্দেশনা দেয়া হয়েছে। তাছাড়া বহিরাগতরাও ক্যাম্পাসে প্রবেশ করতে পারবে না বলেও জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর লুৎফর রহমান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি