ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

প্রেস ক্লাব ছাড়লেন ব্যাটারিচালিত রিকশচালকরা, যানচলাচল শুরু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১২, ২৪ নভেম্বর ২০২৪

জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় অবস্থান ছেড়ে দিলেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এরপর থেকে সড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হতে থাকে।

রোববার দুপুর দেড়টার দিকে তারা জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে চলে যান। 

এর আগে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত রিকশা চলাচলের দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এর ফলে পল্টন, জাতীয় প্রেস ক্লাব ও হাইকোর্ট এলাকায় ভোগান্তিতে পড়েন মানুষজন।

১১ দফা দাবিতে অটোরিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের ব্যানারে তারা সেখানে অবস্থান নেন। এ সময় প্রেস ক্লাবের সামনে আন্দোলনে আসা চালকরা জানান, তারা কামরাঙ্গীরচর, হাজারীবাগ ও সেকশন, চিটাগাং রোড এলাকা থেকেও রিকশাচালক অবরোধে যোগ দিতে আসেন।

এই সমাবেশ ঘিরে প্রেস ক্লাব এলাকায় সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে।

প্রেস ক্লাব এলাকা ছাড়াও রাজধানীর মোহাম্মদপুরে সড়ক অবরোধ করেছেন ব্যাটারিচালিত অটোরিকশা চালকরা। রোববার সকাল সাড়ে ১০টা থেকে তাদের এই অবরোধের ফলে মোহাম্মদপুর, ধানমন্ডি, মিরপুর ও গাবতলী সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন এই রুটে চলাচল করা মানুষজন।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, হঠাৎ সকাল সাড়ে ১০টা দিকে মোহাম্মদপুরের বেড়িবাঁধ চার রাস্তার মোড় ও ঢাকা উদ্যান এলাকায় অটোরিকশা চালকরা সড়ক অবরোধ করেন। এতে সড়কে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর উচ্চ আদালত থেকে ঢাকা মহানগর এলাকায় ৩ দিনের মধ্যে ব্যাটারিচালিত রিকশা বন্ধের নির্দেশ দেওয়া হয়। প্যাডেলচালিত রিকশা সমিতির করা একটি রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি ফাতেমা নজীব ও বিচারপতি মাহমুদুর রাজীর হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি