ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

প্রেসিডেন্ট কন্যার অন্তর্বাস পড়া ছবিতে ফেসবুকে ঝড়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৯, ৩১ জুলাই ২০১৭

কিরগিজস্তানের প্রেসিডেন্টের মেয়ে আলিয়া শাগিয়েভার পোস্ট করা একটি ছবি তোলপাড় সৃষ্টি করে দিয়েছে সোশাল মিডিয়ায় ছবিতে দেখা গেছে আলিয়া শাগিয়েভা অন্তর্বাস পরিহিত অবস্থায় তার শিশু সন্তানকে স্তন্য পান করাচ্ছেন

তিনি ছবিটি গত এপ্রিলে সোশাল মিডিয়াতে পোস্ট করেছিলেন। ছবির ক্যাপশন হিসেবে লিখেছিলেন, আমার সন্তানকে যখন ও যেখানে খাওয়ানো দরকার,  তখনই সেখানেই খাওয়াবো।

ছবিটি পোস্ট করার সঙ্গে সঙ্গেই সমালোচনা শুরু হয়। তার বিরুদ্ধে অভিযোগ ওঠে অনৈতিক আচরণের। কিরগিজ প্রেসিডেন্ট আলমাজবেক আতামবায়েফ এবং তার স্ত্রী রাইসাও ছবিটির পোস্ট করা নিয়ে খুশি নন। অবশ্য অভিযোগ ও সমালোচনার মধ্যেই তিনি ছবিটি সরিয়ে নেন।

পরে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেন, দেশের সংস্কৃতিতে নারীকে যৌনতা হিসেবেই দেখা হয়। এজন্যই ছবিটি নিয়ে এরকম বিতর্কের সৃষ্টি হয়েছে। আমাকে যে শরীর দেওয়া হয়েছে সেটি অশ্লীল নয়। শিশুর শারীরিক চাহিদা মেটাতে এর ভূমিকা রয়েছে।

তিনি বলেন, আমি যখন আমার শিশুকে স্তন্যপান করাই তখন মনে হয় যে আমি তাকে সেরা জিনিসটাই দিচ্ছি, যেটা আমার পক্ষে দেওয়া সম্ভব। লোকজন যা বলাবলি করে তারচেয়েও আমার শিশুর যত্ন নেওয়া এবং তার চাহিদা মেটানো অনেক গুরুত্বপূর্ণ। খবর: বিবিসি।

 

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি