ঢাকা, রবিবার   ২৯ সেপ্টেম্বর ২০২৪

প্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম একশ দিনে কি কি করবেন তার একটি পরিকল্পনা করেছেন ট্রাম্প

প্রকাশিত : ০৯:৪৮, ২৩ অক্টোবর ২০১৬ | আপডেট: ০৯:৪৮, ২৩ অক্টোবর ২০১৬

trumpপ্রেসিডেন্ট নির্বাচিত হলে প্রথম একশ দিনে কি কি করবেন তার একটি পরিকল্পনা প্রকাশ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়ার সমাবেশ থেকে একশ দিনের কর্মসূচি ঘোষণা করেন তিনি।  প্রেসিডেন্ট হলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা, অর্থনীতি ও বাণিজ্য ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন আনতে চান তা তুলে ধরেন ট্রাম্প।  এরমধ্যে হোয়াইট হাউসের কর্মকর্তাদের লবিস্ট হিসেবে কাজ করার ওপর নিষেধাজ্ঞা, জাতিসংঘের জলবায়ু পরিবর্তন প্রকল্পে অর্থায়ন বন্ধ এবং দেশ থেকে ২০ লাখেরও বেশি অপরাধী ও অবৈধ অভিবাসীদের বিতাড়িত করার পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এছাড়া তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনা নারী ও পক্ষপাতদুষ্ট সংবাদ মাধ্যমগুলোর বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেয়ার বিষয়টিও উঠে আসে তার বক্তব্যে। ভোটাভুটির ১৭ দিন আগেই এই কর্মসূচি ঘোষণা করলেন ট্রাম্প।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি