ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেসিডেন্ট বাইডেন পারকিনসন রোগে আক্রান্ত নন: হোয়াইট হাউজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৮, ৯ জুলাই ২০২৪

Ekushey Television Ltd.

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে জো বাইডেনের স্বাস্থ্যগত ও বয়সের বিষয় নিয়ে যে প্রশ্ন উঠেছে, তা নাকচ করে দিয়েছে হোয়াইট হাউজ।

নিজ দল ডেমোক্র্যাট পার্টির প্রতিনিধি পরিষদ ও সিনেট সদস্যদের কাছে লেখা চিঠিতে প্রেসিডেন্ট নির্বাচনে লড়াইয়ের কথা দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেছেন জো বাইডেনও। ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করতে দৃঢ়প্রতিজ্ঞ বলেও জানান তিনি। 

আজ থেকে প্রতিনিধি পরিষদ ও সিনেটের প্রথম অধিবেশন শুরু হচ্ছে।  নিজের প্রার্থিতা নিয়ে এমন উদ্বেগের মধ্যে চলতি সপ্তাহে ৫০ জনের বেশি ডেমোক্র্যাটের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন। 

অন্যদিকে, হোয়াইট হাউজের প্রেস সেক্রেটারি কারিন জিন পিয়েরে নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, প্রেসিডেন্ট বাইডেন পারকিনসন রোগে আক্রান্ত নন।

ব্রিফিংয়ে ‘প্রেসিডেন্ট কি পারকিনসনের চিকিৎসা নিয়েছেন?’ এ প্রশ্ন করা হলে পিয়েরে বলেন, না। ‘প্রেসিডেন্ট কি চিকিৎসা নিচ্ছেন?’ উত্তরে পিয়েরে বলেছেন, না। ‘প্রেসিডেন্ট কি পারকিনসনের জন্যে কোন ওষুধ নিচ্ছেন?” এ প্রশ্নের জবাবেও পিয়েরে না বলেছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি