ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

প্রেসিডেন্টদের মধ্যে ট্রাম্প সবচে অজনপ্রিয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:২৪, ২১ ফেব্রুয়ারি ২০১৮

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের মধ্যে জনপ্রিয়তায় একেবারে তলানিতে অবস্থান করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে সবচেয়ে অজনপ্রিয়তার তালিকায় শীর্ষে উঠে এসেছেন যৌন কেলেঙ্কারিসহ নানা অভিযোগে অভিযুক্ত মার্কিন এই প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট এন্ড এক্সিকিউটিভ পলিটিক্স প্রেসিডেনশিয়াল গ্রেটনেস সার্ভে নামের এক জরিপে এ তথ্য উঠে আসে। রাজনৈতিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের অন্তত ২০০ ব্যক্তির উপর জরিপ চালিয়ে এ তালিকা প্রকাশ করা হয়। এতে ট্রাম্পের নিচেই রয়েছেন প্রেসিডেন্ট জেমস বাচনান।

৪১তম প্রেসিডেন্ট আন্ড্রে জনসন আছেন তিনে। ওয়াটারগেট কেলেঙ্কারির নায়ক রিচার্ড নিক্সন আছেন তালিকায় চারে। এ তালিকায় জর্জ ডব্লিউ বুশ আছেন ১২ নাম্বারে। ২৮তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন আছেন ১৭ নম্বরে। বারাক ওবামা আছেন ৩৩ নম্বরে। অজনপ্রিয়তায় ট্রাম্প আগামী বছরও এ অবস্থান ধরে রাখতে পারবে বলে আশঙ্কা করা হয়েছে জরিপে।

এদিকে জনপ্রিয়তায় শীর্ষে রয়েছেন আব্রাহাম লিংকন। এরপরই আছেন জর্জ ওয়াশিংটন। বারাক ওবামা জনপ্রিয়তার দিক থেকে আছেন ১১ নম্বরে।

সূত্র: নিউইয়র্ক টাইমস
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি