ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির আয়োজনে ‘আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৮, ৬ জুন ২০২৩ | আপডেট: ০৭:১৪, ২২ জুন ২০২৩

Ekushey Television Ltd.

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির অফিস অব দ্যা স্টুডেন্ট অ্যাফেয়ার্স এন্ড ক্যারিয়ার সার্ভিসেস এবং এডমিশন এন্ড প্রোমোশন ডিপার্টমেন্টের যৌথ উদ্যোগে ‘আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ জুন) সকালে গুলশান মডেল স্কুল এন্ড কলেজে এইচএসসি শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড-২০২৩ এর ১ম পর্বে শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করে।

এতে বিজয়ী হয়েছে বিজ্ঞান বিভাগের রায়হান হোসাইন, ১ম রানার্স আপ হয়েছে একই বিভাগের মিজানুর রহমান এবং ২য় রানার্স আপ হয়েছে বিজনেস বিভাগের তানজিদুল ইসলাম।

প্রতিযোগিতার ফলাফল ঘোষনা করেন গুলশান মডেল কলেজের অধ্যক্ষ জনাব মোস্তফা জামান এবং বিজয়ীদের হাতে চেক তুলে দেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডভাইজার ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ আনিসুর রহমান। এসময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের প্রধান, উচ্চপদস্থ কর্মকর্তারাসহ গুলশান মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকারা।

এই ইভেন্টের মূল লক্ষ্য হল শিক্ষার্থীরা যেনো তাদের জ্ঞান এবং দক্ষতার চ্যালেঞ্জিং প্ল্যাটফর্ম তৈরি করতে পারে এবং শিক্ষাক্রমের বাইরে তাদের জ্ঞান বাড়ানোর ব্যপারে উত্সাহিত হয়।

উল্লেখ্য, ‘আন্তঃ কলেজ কুইজ অলিম্পিয়াড ২০২৩’ দুটি পর্যায়ে বিভক্ত করা হয়েছে। ১ম পর্যায়ে শিক্ষার্থীরা তাদের নিজস্ব কলেজের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতা করবে। ২য় পর্যায়ে বিভিন্ন কলেজের বিজয়ীরা কুইজ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করবে এবং সেরা তিন স্কোরকারী ছাত্র-ছাত্রীকে পুরস্কৃত করা হবে।

#কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি