ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রো-ভিসি হিসেবে আওয়ামীপন্থি অধ্যাপককে চায় না যবিপ্রবি শিক্ষার্থীরা

যবিপ্রবি প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৯, ১৮ ফেব্রুয়ারি ২০২৫ | আপডেট: ১৬:২০, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থী শিক্ষক অধ্যাপক ড. এ এফ এম সাইফুল ইসলামকে যবিপ্রবির প্রো-ভিসি হিসেবে নিয়োগ না দেওয়ার দাবি জানান তারা।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর একটায় যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষার্থীরা।

এসময় শিক্ষার্থীরা বলেন, যশোরে ফ্যাসিবাদী আন্দোলন যবিপ্রবি থেকে শুরু হয়েছে। আর আমাদেরই ক্যাম্পাসে কিনা স্বৈরাচারের দোসর ড. সাইফুলকে প্রো-ভিসি হিসেবে নিয়োগ দেওয়ার চেষ্টা চলছে। এর আগে আমরা প্রায় এক হাজার শিক্ষার্থীর গণস্বাক্ষর নিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে শিক্ষা উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করেছি। অতিশীঘ্রই তার নিয়োগ প্রক্রিয়া বাতিল নিশ্চিত না করা হলে ক্যাম্পাস অবরুদ্ধসহ দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। 

স্বৈরাচারের দোসর নিয়োগের মাধ্যমে ক্যাম্পাসে কেউ অস্থিতিশীল করে তুললে তাকেও ফ্যাসিবাদের মতো তাড়িয়ে দেওয়া হবে বলে জানান তিনি।

শিক্ষার্থীরা আরও বলেন, এই স্বৈরাচারকে নিয়োগ দেওয়া মানে দুই হাজার শহীদের রক্তে সাথে বেইমানি করা। যারা এই আওয়ামী ফ্যাসিস্টদের পুর্ণবাসন করতে চায় তারা যেই হোক না কেন শিক্ষার্থীরা সম্মিলিতভাবে তাদেরকে রুখে দিবে। দ্রুতই ড. সাইফুল ইসলামের নিয়োগ বাতিল করুন নয়তো এর দায়ভার প্রশাসনকে নিতে হবে।

শিক্ষা উপদেষ্টা, প্রধান উপদেষ্টার সচিব, শিক্ষা উপদেষ্টার সচিব, খুলনা বিভাগীয় কমিশনার, যশোর জেলা প্রশাসক বরাবর স্মারকলিপিটি অনুলিপি প্রদান করেন শিক্ষার্থীরা।

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মজিদ বলেন, আমাকে শিক্ষার্থীরা একটি স্মারকলিপি দিয়েছে। যেহেতু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের স্টেক হোল্ডার তাই তাদের দাবি অবশ্যই অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হবে।

উল্লেখ্য, অধ্যাপক ডক্টর এ এফ এম  সাইফুল ইসলামকে যবিপ্রবির প্রো-ভিসি বানানোর চেষ্টার খবর বিশ্ববিদ্যালয়ে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সোমবার রাতে মশাল-মিছিল করেন। পরে গণস্বাক্ষর কর্মসূচিতে প্রায় সহস্রাধিক শিক্ষার্থীদের স্বাক্ষর গ্রহণ করেন। 

এছাড়া গত বুধবার রাত সাড়ে এগারোটায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বর্তমানে যবিপ্রবি ক্যাম্পাসে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি