ঢাকা, বুধবার   ২৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রোটিয়াদের কাছেই ধরা খেলো বাঘিনীরা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১১, ২১ জানুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কার মতো দলকে হারিয়ে গ্রুপ পর্বে তিন ম্যাচে তিন জয়। রীতিমত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার সিক্সে পা রাখে বাংলাদেশের মেয়েরা।

কিন্তু সুপার সিক্সে নিজেদের প্রথম ম্যাচেই খেই হারালো জুনিয়র টাইগ্রেসরা। স্বাগটিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারতে হয়েছে ৫ উইকেটে।

জেবি মার্কস ওভালে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে সাকুল্যে ১০৫ রানের পুঁজি দাঁড় করায় প্রত্যাশা-স্বর্ণারা। 

সর্বোচ্চ ২৩ রান আসে সুমাইয়া আক্তারের উইলো থেকে। এছাড়া আফিয়া প্রত্যাশা ২১, মিষ্টি সাহা ১২, দিলারা আক্তার ১৭ এবং স্বর্ণা আক্তারের ব্যাট থেকে আসে ২০ রান। 

দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করে কাইলা রেইনেক।

অল্প রানের পুঁজি হলেও স্বাগতিকদের ভালোই চেপে ধরে বাংলাদেশ। মাত্র ৩৩ রানেই ৪ উইকেট তুলে নিয়ে জয়ের সম্ভাবনাও জাগায় জুনিয়র বাঘিনীরা। 

কিন্তু পঞ্চম উইকেটে ৭০ রানের জুটি গড়ে প্রোটিয়াদের জয়ের পথ সুগম করেন ম্যাডলসন ল্যান্ডসম্যান ও কারাবো মেসো। ল্যান্ডসম্যান ৩৭ রানে ফিরলেও শেষ পর্যন্ত অপরাজিত থাকা মেসোর ব্যাট থেকে আসে ৩২ রান। 

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩টি উইকেট নেন রাবেয়া, একটি শিকার করেন মারুফা আক্তার।

আগামী ২৫ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সুপার সিক্সে নিজেদের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি