ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্রয়াণের ৩৭ বছরে চারণকবি বিজয় সরকার (ভিডিও)

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩৮, ৪ ডিসেম্বর ২০২২ | আপডেট: ১৫:৪০, ৪ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

অসাম্প্রদায়িক চেতনার সুরস্রষ্টা একুশে পদকপ্রাপ্ত চারণকবি বিজয় সরকারের ৩৭তম মৃত্যুবার্ষিকী আজ। শিল্পীর মৃত্যুর ৩৭ বছরেও গড়ে ওঠেনি কোনো স্মৃতি সংগ্রহশালা। অযত্ন-অবহেলায় পড়ে আছে তাঁর বসতভিটা। 

মাটি ও মানুষের কবি কবিয়াল বিজয় সরকার। সুরের মূর্ছনায় আজও বেঁচে আছেন হাজারো মানুষের হৃদয়ে। প্রকৃত নাম বিজয় অধিকারী। সুর, সঙ্গীত ও অসাধারণ গায়কীর জন্য ‘সরকার’ উপাধি লাভ করেন তিনি।

নড়াইল সদর উপজেলার ডুমদি গ্রামে ১৯০৩ সালের ২০ ফেব্রুয়ারি এই কবিয়ালের জন্ম। মুক্তিযুদ্ধের গানসহ আঠারোশ’র বেশি গান লিখেছেন। শিল্পকলায় অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৩ মরণোত্তর একুশে পদকে ভূষিত হন তিনি। 

তাঁর মৃত্যুর ৩৭ বছরেও জন্মভূমি নড়াইলে গড়ে ওঠেনি কোনো স্মৃতি সংগ্রহশালা। ১৩ বছর আগে বসতভিটায় ‘বিজয় মঞ্চ’ নির্মিত হলেও স্মৃতি সংরক্ষণের তেমন কোনো উদ্যোগ নেই। 

বিজয় সরকারের গান সংরক্ষণের কোনো উদ্যোগ না থাকায় হতাশ সংস্কৃতি কর্মীরা।

তারা জানান, বিজয় সরকারের প্রতি ভালোবাসা রাখি এবং তাঁকে আমরা লালন করি, ধারণ করি। বিজয়ের গান খুব ভালো লাগে। তাঁর যে গান, যে গানের কথা, তাঁর যে আধাত্যবাদ- এখানে কোনো ধর্ম নেই, বর্ণ নেই। যে মানবতার কথা উনি বলেছেন, নতুন প্রজন্ম জানবে যে বিজয় সরকার আসলে কে ছিলেন।

বিজয় সরকারের স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেয়ার আশ্বাস জেলা প্রশাসনের। 

নড়াইল জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, “তার স্ত্রী দান করে দিয়েছেন সেই জমিটিসহ আশপাশে খাস জমি আছে তা নিয়ে ৭ শতক জমির উপর আমরা কমপ্লেক্স নির্মাণ করতে চাই।”

১৯৮৫ সালের ৪ ডিসেম্বর বিজয় সরকারের মৃত্যুর পর ভারতের পশ্চিমবঙ্গের কেউটিয়ায় তাঁকে সমাহিত করা হয়। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি