ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

প্রয়োজনে সৌদি আরবের সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ বিষয়টি অবহিত করেন প্রধানমন্ত্রী

প্রকাশিত : ১৯:৩১, ১৩ জুন ২০১৬ | আপডেট: ১৯:৩১, ১৩ জুন ২০১৬

সৌদি আরবের পবিত্র মক্কা ও মদিনা শরিফের নিরাপত্তায় প্রয়োজনে সেনাবাহিনী পাঠাবে বাংলাদেশ। মন্ত্রিপরিষদের বৈঠকে বিষয়টি অবহিত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটে যোগ দেওয়ার কোনো সিদ্ধান্ত হয়নি বলে মন্ত্রিপরিষদে জানান প্রধানমন্ত্রী। এ বছরই সৌদি আরবে ৫ লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলেও জানানো হয়। সম্প্রতি সৌদি আরব সফরে বাদশাহকে পবিত্র মক্কা ও মদিনা শরীফের নিরাপত্তায় বাংলাদেশ থেকে সেনা পাঠানোর প্রতিশ্র“তি দিয়েছিলেন। সোমবারের মন্ত্রী পরিষদ বৈঠকে সে বিষয়টিই অবহিত করেন প্রধানমন্ত্রী। তবে, সৌদি সামরিক জোটে সেনা পাঠানো নিয়ে কোন আলোচনা হয়নি। বৈঠক শেষে এসব তথ্য জানান, মন্ত্রীপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। সংসদ ভবনে মন্ত্রী পরিষদ কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সৌদি আরবে শ্রমিক পাঠানো নিয়েও আলোচনা হয়েছে। সচিব জানান, সৌদি আরবের প্রতিশ্রুতি অনুযায়ী ৫ লাখ শ্রমিক পাঠানোর প্রক্রিয়া এ বছরেই শুরু হবে। এছাড়াও এদিন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন ২০১৬ এর খসড়ার চুড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আরো ৬টি বিষয়ে মন্ত্রীপরিষদকে অবহিত করা হয়। এছাড়া বিশ্ব বাণিজ্য সংস্থার দুটি চুক্তির অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দেয়া হয় বৈঠকে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি