ঢাকা, রবিবার   ১৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

প্লেবয় প্রতিষ্ঠাতা হেফনারের জীবনাবসান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:২৬, ২৮ সেপ্টেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আন্তর্জাতিক মেনস ম্যাগাজিন প্লেবয়ের আইকনিক প্রতিষ্ঠাতা হিউ হেফনার আর নেই। বুধবার প্লেবয় এন্টারপ্রাইজ এক বিবৃতিতে জানিয়েছে, হেফনারের নিজের বাড়ি প্লেবয় ম্যানশনে ৯১ বছর বয়সে তিনি মৃত্যু বরণ করেন। বিবৃতিতে বলা হয়, তার  স্বাভাবিক মৃত্যু হয়েছে    

১৯৫৩ সালে হেফনার বাড়ির রান্নাঘর থেকে প্লেবয়ের প্রকাশনা শুরু করেন। তার নিরলস প্রচেষ্টায় এক সময় তা প্রাপ্তবয়স্কদের জন্য বিশ্বের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ম্যাগাজিনে পরিণত হয়। সে সময় মাসে ৭০ লাখ কপি পর্যন্ত বিক্রি হয়েছে এটি।

টাইম ম্যাগাজিন হেফনারকে বর্ণনা করেছিল ‘প্রোফেট অব পপ হেডোনিজম’ হিসেবে।

বিবিসি জানায়, হেফনার কোটি কোটি পুরুষের জন্য এক ফ্যান্টাসির দুনিয়া তৈরি করে গেছেন। তবে পাঠকের সঙ্গে তার পার্থক্য হল, সেই ফ্যান্টাসির জীবন হেফনার নিজে যাপন করেছেন। 

হেফনারের ছেলে কুপার হেফনার বলেন, এখন থেকে বহু মানুষ তার বাবাকে ‘মিস করবে’।

/আর/এআর 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি