ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগ

প্লেয়ার্স ড্রাফট আজ

প্রকাশিত : ০৮:৫৫, ১৮ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১১:৫৮, ১৮ ফেব্রুয়ারি ২০১৯

জাতীয় দল এখন নিউজিল্যান্ড সফরে ব্যস্ত। এর মাঝেই প্রস্তুতি চলছে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসর ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের। সে ধারাবাহিকতায় আজ রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত হবে ‘প্লেয়ার্স ড্রাফট’।

লটারিতে খেলোয়াড় টেনে দল গঠনের কাজ আজ অনেকটাই শেষ করবে লীগের ১২ ক্লাব। সবকিছু ঠিকঠাক মতো এগোলে আগামী মাসের প্রথম সপ্তাহে মাঠে গড়াতে পারে প্রিমিয়ার লীগ।
এরই মধ্যে গত মৌসুমে দলে থাকা তিনজন ক্রিকেটার রিটেইন করার তালিকা সিসিডিএমে (ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিশ) জমা দিয়েছে ক্লাবগুলো। তাই মাশরাফি, সাব্বিরসহ বেশ কয়েকজন তারকা ক্রিকেটার আজকের ড্রাফটে থাকছেন না। তবে দলগুলো রিটেইন না করলেও কয়েকজন তারকার নাম নেই ড্রাফটে। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এরই মধ্যে প্রিমিয়ার লীগ থেকে অব্যাহতি নিয়েছেন তামিম ইকবাল ও মুশফিকুর রহিম। চোটের কারণে সাকিবের খেলা নিয়েও সন্দেহ রয়েছে।

ড্রাফটে আজ তাই আকর্ষণের কেন্দ্রে থাকবেন মাহমুদুল্লাহ রিয়াদ। তার সঙ্গে মুস্তাফিজ, মিরাজ, লিটন, বিজয়, রুবেল, নাসির, মুমিনুলরা থাকছেন আজ ড্রাফটে।
লটারিতে নির্ধারিত হবে ক্লাবগুলোর খেলোয়াড় ডাকার ক্রম। লটারিতে প্রথমে যে ক্লাব ডাক পাবে, পরের বার সে ক্লাব ডাক পাবে সবার শেষে। এভাবে দুই রাউন্ড হওয়ার পর আবার লটারি হবে।

আজকের প্লেয়ার্স ড্রাফট থেকে প্রতি ক্লাবের কমপক্ষে ৮ জন খেলোয়াড় নিতেই হবে। লটারিতে যেসব খেলোয়াড় ডাক পাবেন না, তারা ফ্রি হিসেবে বিবেচিত হবেন। পরবর্তীতে ক্লাবগুলো তাদের সঙ্গে যোগাযোগ করে দলভুক্ত করতে পারবে। তবে তখন ড্রাফটে বেঁধে দেওয়া পারিশ্রমিক পাবেন না তারা। ক্লাবগুলোর সঙ্গে দরকষাকষি করে পারিশ্রমিক ঠিক করে নেবেন তারা। একইভাবে যাদের নাম ড্রাফটে নেই তারাও ফ্রি হিসেবে বিবেচিত হবেন। গত আসরের মতো এবারও ড্রাফটের পর সমঝোতার ভিত্তিতে ক্লাবগুলো খেলোয়াড় বদল করতে পারবে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি