‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেইঞ্জ’ পদক পেয়েছেন প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৪:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১৪:৫০, ২২ সেপ্টেম্বর ২০১৬
লিঙ্গ সমতা ও নারীর ক্ষমতায়নে বিশেষ অবদানের জন্য ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ এবং ‘এজেন্ট অব চেইঞ্জ’ পদক পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার স্থানীয় সময় সন্ধ্যায় জাতিসংঘ সদর দফতরে তাকে এই পদক প্রদান করা হয়। ‘প্ল্যানেট ৫০-৫০ চ্যাম্পিয়ন’ পুরস্কারটি দেয়া হয় ইউএন উইমেনের পক্ষ থেকে। আর ‘এজেন্ট অব চেইঞ্জ অ্যাওয়ার্ড’ দেয় গ্লোবাল পার্টনারশিপ ফোরাম। পদক দুটি পাওয়ার পর তা বাংলাদেশের মানুষকে উৎসর্গ করেন প্রধানমন্ত্রী। রিপাবলিক অব মাল্টার প্রেসিডেন্ট মারি লুইস কোলেরো প্রেকা এবং জাতিসংঘের মহাসচিবের স্ত্রী বান সুন-টিকও এ বছর শেখ হাসিনার সঙ্গে এ পুরস্কার পেয়েছেন।
আরও পড়ুন