ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পয়ঃনিষ্কাষন, জলাবদ্ধতা নিরসন এবং বন্যা নিয়ন্ত্রণে নতুন প্রস্তাবন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১০, ২৩ এপ্রিল ২০১৭

সিটিজি মেয়র

সিটিজি মেয়র

Ekushey Television Ltd.

চট্টগ্রামে পয়ঃনিষ্কাষন, জলাবদ্ধতা নিরসন এবং বন্যা নিয়ন্ত্রণে নতুন প্রস্তাবনা দিয়েছে পাওয়ার চায়না নামে একটি প্রতিষ্ঠান।
রোববার বিকেলে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিনের সাথে দেখা করে প্রতিষ্ঠানের পক্ষ থেকে এই প্রস্তাব দেয়া হয়। পাওয়ার চায়না নামের এই প্রতিষ্ঠানের কর্মকর্তারা জানান, ৪৭ কোটি টাকা ব্যয়ে ১০ মাস কাজ করে তারা প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করেছেন। প্রকল্পটি বাস্তবায়নে খরচ হবে ৬০ মিলিয়ন ডলার। অনুষ্ঠানে, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহাসহ উর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি