পয়েন্ট টেবিলের তলানিতে শাকিব খানের ঢাকা, নাম্বার ওয়ান রংপুর
প্রকাশিত : ১৭:১৮, ৭ জানুয়ারি ২০২৫
বাংলাদেশ প্রিমিয়ার লীগে (বিপিএল) সিলেটের দ্বিতীয় দিনে ১১১ রানে ঢাকাকে আটকে দিয়েছে রংপুর। নাহিদ রানার বোলিং তোপে ১৬.৩ ওভারেই গুঁটিয়ে যায় ঢাকার ইনিংস। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন রানবন্যা দেখা গেলেও আজ ব্যর্থ ঢাকা।
এর আগে, আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) টসে জিতে ঢাকাকে ব্যাট করতে পাঠায় রংপুর। আর শুরুতে ব্যাট করে রংপুরকে ১১২ রানের সহজ লক্ষ দিয়েছিল ঢাকা। জবাবে ৪০ বল এবং ৭ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
যদিও সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো করতে পারেনি রংপুর। ৫ রান করে সাজঘরে ফেরেন আজিজুল হক তামিম। টানা তিন ম্যাচে ব্যর্থ এই তরুণ ক্রিকেটার। অপর প্রান্ত থেকে ব্যাট চালিয়ে রান তুলতে থাকেন আগের ম্যাচে সেঞ্চুরি করা হেলস।
তবে ফিফটি তুলতে পারেননি এই ইংলিশ ব্যাটার। ২৭ বলে ৪৪ রান করেন তিনি।
এ দিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সাইফ হাসানও। ১৫ বলে ১৩ রান করে সাজঘরে ফেরেন তিনি। এরপর ইফতেখারকে সঙ্গে নিয়ে ব্যাট চালাতে থাকেন খুশদিল শাহ।
শেষ পর্যন্ত ইফতেখারের ৯ রান এবং খুশদিল শাহর ১৩ বলের অপরাজিত ২৭ রানে ভর করে ৪০ বল এবং ৭ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় রংপুর।
ঢাকা ক্যাপিটালসের হয়ে মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন বাবু ও মোসাদ্দেক হোসেন সৈকত একটি করে উইকেট শিকার করেন।
এর আগে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল ঢাকা। তবে ইনিংস বড় করতে পারেননি ঢাকার দুই ওপেনার। ১২ বলে ১৪ রান করে হাবিবুর রহমান সোহান আউট হলে ১৮ রান করে তাকে সঙ্গ দেন জেসন রয়।
তিনে ব্যাট করতে নেমে ১৬ বলে ২০ রান করে তানজিদ তামিম আউট হলে যাওয়া আসার মিছিলে যোগ দেয় বাকিরাও। সাব্বির রহমান (২), থিসারা পেরেরা (০), লিটন কুমার দাস (৯), মোসাদ্দেক হোসেন (১২) ও খালি হাতে ফেরেন আমির হামজা। শেষ দিকে আলাউদ্দিন বাবু ১৬ বলে ১৬ রান এবং ১ রান করে মোস্তাফিজ আউট হলে ২১ বল হাতে থাকতে ১১১ রানে অলআউট হয় ঢাকা ক্যাপিটালস।
রংপুর রাইডার্সের হয়ে সবচেয়ে সফল বোলার তরুণ স্পিডস্টার নাহিদ রানা। ৪ ওভারে ২১ রানের খরচায় শিকার করেছেন তিনটি উইকেট। খুশদিল শাহ ও আকিভ জাভেদ শিকার করেছে দুইটি করে উইকেট। এছাড়া শেখ মেহেদী, ইফতিখার আহমেদ ও কামরুল ইসলামও দেখা পেয়েছেন উইকেটের।
এদিকে, এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে থিসারা পেরেরার দল। হেরেছে সবকটিতেই। টানা হারে যথারীতি পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে সবার নিচে অবস্থান শাকিব খানের দলের। বিপরীতে নিজেদের খেলা ৫ ম্যাচেই জয় তুলে নিয়ে টেবিল টপার নুরুল হাসান সোহানের রংপুর রাইডার্স। আগেই তিন ম্যাচ হারা ঢাকা আজ সিলেটে ছয়টি পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়েছিল। তবে ভাগ্য বদলায়নি তাদের।
এমবি