ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফখরুল কি করে বললেন রায় ফরমায়েশি : কাদের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ১১ অক্টোবর ২০১৮ | আপডেট: ১৪:১৭, ১১ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামরার রায়কে ‘ফরমায়েশি’ আখ্যা দেওয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কড়া সমালোচনা করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেছেন, ফখরুল কিভাবে বললেন যে, এ রায় ফরমায়েশি? কোনো বিবেকবান মানুষ কি এ রায়কে ফরমায়েশি বলতে পারে?

আজ বৃহস্পতিবার রাজধানীর রমনার ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) মিলনায়তনে সড়ক ও জনপথ প্রকৌশলী সমিতির ২৮তম বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, একুশ আগস্ট গ্রেনেড হামলার সঙ্গে বিএনপি জড়িত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আদালতের রায়ে অপরাধী সাব্যস্ত হয়ে যাবজ্জীবন দণ্ডিত হয়েছেন। তৎকালীন প্রধানমন্ত্রী যিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন তিনিও এ দায় থেকে রক্ষা পেতে পারেন না। তাঁরও সাজা হওয়া উচিত ছিল।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, একুশ আগস্ট গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড তারেক রহমান। হাওয়া ভবনে হামলার ছক আঁকা হয়েছে। রায়ে তারেক রহমানের সাজা হয়েছে। এ রায় কি ফরমায়েশি? একজন বিবেকমান মানুষও কি এ কথা বলতে পারে? তাহলে বিএনপি নেতারা কি করে এ কথা বললেন। একজন বিবেকবান মানুষও এ রায়কে ফরমায়েশি বলতে পারবেন না।

প্রসঙ্গত, আওয়ামী লীগের সমাবেশে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় গতকাল বুধবার তৎকালীন বিএনপি সরকারের প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ ১৯ জনের ফাঁসি হয়। যাবজ্জীবন কারাদণ্ড হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, ভাইস চেয়ারম্যান মোফাজ্জল হোসেন কায়কোবাদ, তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক উপদেষ্টা হারিছ চৌধুরীসহ ১৯ জনের। বাকি ১১ আসামির বিভিন্ন মেয়াদে সাজা হয়।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি