ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফখরুল-মওদুদকে চশমা কিনে দেওয়ার পরামর্শ পররাষ্ট্রমন্ত্রীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০২, ২৯ মার্চ ২০১৮ | আপডেট: ১৬:২৫, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, মির্জা ফখরুল ও মওদুদের চোখ খারাপ হয়ে গেছে। তাদের চশমা কিনে দাও। দেশের এতো উন্নয়ন হলেও তাদের চোখে কোনো উন্নয়ন পড়ছে না। অাজ বৃস্পাতবার দুপুরে ঠাকুরগাঁও মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে উপস্থিত হয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, এবার অামরা যখন জাতির জনকের জন্মদিন পালন করছি, তখন জাতিসংঘ অামাদের সুখবর দিল, অামরা ( বাংলাদেশ) স্বল্পন্নোত রাষ্ট্র থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছি। কিন্তু অাপনাদের এলাকার সন্তান মির্জা ফখরুল ও মওদুদ বলছে তাদের চোখে নাকি কোনো উন্নয়ন দেখতে পাচ্ছেন না। তাই বলছি তাদের চশমা কিনে দাও। তাদের চোখের ডাক্তার দেখাও।
এসময় মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম অালমগীরের গ্রামের বাড়ি ও নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও।

অাঅা/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি