ঢাকা, সোমবার   ১৬ ডিসেম্বর ২০২৪

মির্জা ফখরুলের সর্বশেষ শারীরিক অবস্থা জানাল বিএনপি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৩, ১৬ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৩:০০, ১৬ ডিসেম্বর ২০২৪

মহান বিজয় দিবস উপলক্ষে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানিয়েছে দলটি।

আজ সোমবার (১৬ ডিসেম্বর) দুপুরে দলটির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাভার সেনানিবাসের বর্তমান সেনাধিনায়ক মেজর জেনারেল মো. শাহিনুল হক সাভার সিএমএইচ-এ বিএনপি মহাসচিবকে দেখতে গিয়েছেন। তিনি বিএনপি মহাসচিবের খোঁজ রাখছেন।

মির্জা ফখরুল ইসলাম এখন অনেকটা সুস্থ জানিয়ে এতে আরও বলা হয়, মহাসচিবের কিছু স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে। সেগুলো সিএমএইচ-এ হবে। অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সার্বক্ষণিক তার সঙ্গে আছেন।

এর আগে, সকাল ১০টার পর দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানাতে স্মৃতির বেদীতে আসেন মির্জা ফখরুলসহ সিনিয়র নেতারা। এ সময় অতিরিক্ত ভিড়ে তিনি হঠাৎই অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। 

তাৎক্ষণিকভাবে তাকে গাড়িতে করে হাসপাতালে নেন নেতাকর্মীরা।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি