ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফখরের সেঞ্চুরিতে পাকিস্তানের টানা জয়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৭, ১৭ জুলাই ২০১৮

ঘরের মাঠে পাকিস্তানের কাছে টানা দুটি ম্যাচে অসহায় আত্মসমর্পণ করল জিম্বাবুয়ে। সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান জেতে ২০১ রানের বড় ব্যবধানে। দ্বিতীয় ম্যাচেও সেই অসম লড়াই।

পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। টানা দ্বিতীয় জয়ে পাঁচ ম্যাচ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে তারা।

সোমবার বুলাওয়েতে আগে ব্যাট করে জিম্বাবুয়ে মাত্র ১৯৪ রানে গুটিয়ে যায়। সহজ লক্ষ্যটা পাকিস্তান পেরিয়ে যায় ৯ উইকেট হাতে রেখেই। ফখর জামান অপরাজিত ১১৭ রানে।  

প্রথমে ব্যাট করতে নেমে ১৮ রান তুলতেই ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। তৃতীয় উইকেটে ৬২ রানের জুটি গড়েন হ্যামিলটন মাসাকাদজা ও তারিসাই মুসাকান্দা। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। পাকিস্তানের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মাথা তুলতে পারেননি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। সর্বোচ্চ ৫৯ রান করেন হ্যামিলটন মাসাকাদজা। ৫০ রান আসে পিটার মুরের ব্যাট থেকে। জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ ধসিয়ে দিয়েছেন দুই পাকিস্তানি ফাস্ট বলার উসমান খান ও হাসান আলী। ৩৬ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন উসমান। ৩২ রান দিয়ে হাসান নিয়েছেন ৩ উইকেট।

পাকিস্তানের সামনে সহজ লক্ষ্যটা আরও সহজ হয়ে যায় দুই ওপেনার ইমাম-উল-হক ও ফখর জামান ১১৯ রান যোগ করলে। ইমাম ৪৪ রানে রানআউট হলেও ফখর সেঞ্চুরি করেই ফিরেছেন। তারপর আর কোনও উইকেট না হারিয়ে জিতে যায় পাকিস্তান। গত চ্যাম্পিয়নস ট্রফির ফাইনালে ভারতের বিপক্ষে ১১৪ রানের সেই শিরোপাজয়ী সেঞ্চুরির পর ওয়ানডেতে তিন অঙ্কের দেখা পেতে এক বছর লেগে গেল ফখরের। ১৪৪ বলে ১৭ চারে ১১৭ রানে অপরাজিত থেকে ম্যাচসেরা এই ওপেনার। বাবর খেলছিলেন ২৯ রানে।

আগামী বুধবার সিরিজের তৃতীয় ওয়ানডে একই মাঠে অনুষ্ঠিত হবে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি