ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফজল-এ-খোদা স্মরণে আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৭, ১১ মার্চ ২০২৩

Ekushey Television Ltd.

গীতিকার, কবি, শিশু সংগঠক ও বাংলাদেশ বেতারের প্রাক্তন আঞ্চলিক পরিচালক মরনোত্তর একুশে পদক প্রাপ্ত ফজল-এ-খোদা স্মরণে আজ (১০ মার্চ) আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

মিরপুরস্থ বৃহত্তর ফরিদপুর চাকুরীজীবী কল্যাণ সমিতির হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাপলা শালুকের আসরের প্রাক্তন মহাসচিব মোহাম্মদ দেলোয়ার হোসেন।  

আলোচনায় অংশ নেন শাপলা শালুকের আসরের প্রাক্তন সাংগঠনিক সম্পাদক এবং অতিরিক্ত সচিব ড. শেখ মুহাম্মদ রেজাউল ইসলাম।  

তিনি বলেন, ফজল-এ-খোদা বেঁচে থাকবেন তার সৃস্টিশীল কর্মে। তার হাত দিয়ে সৃষ্টি হয়েছে বহু শিল্পী, সাহিত্যিক ও সংগঠক। সালাম সালাম হাজার সালাম, জনতার সংগ্রাম চলবেই চলবে রাত দিন অবিরাম ইত্যাদি অসংখ্য গান রচনার মাধ্যমে তিনি দেশের মানুষকে উজ্জীবিত করেছেন। 

আলোচনায় আরো অংশ নেন ফজল-এ-খোদা তনয় ওনাসিস-এ-খোদা, শাপলা শালুকের আসরের জাতীয় পরিষদের প্রাক্তন কর্মকর্তা মুন্সী আবু হারুন টিটো, মিরপুর শাখার প্রাক্তন পরিচালক আবুল খায়ের এবং শেরে বাংলা নগর শাপলা শালুকের আসরের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাথী ভাই মোহাম্মদ মাসুদ খান। সভাপতির ভাষণে মোহাম্মদ দেলোয়ার হোসেন ফজল-এ খোদার স্মৃতি রক্ষার উপর গুরুত্ব আরোপ করেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি