ঢাকা, মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪

ফটোসাংবাদিকের ক্যামেরায় ২০১৯ সালের আলোচিত কিছু ছবি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০২, ৩০ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১৫:১৪, ৩০ ডিসেম্বর ২০১৯

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার লাথে নিজের ভেড়াদের খাওয়াচ্ছেন একজন কৃষক

ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার লাথে নিজের ভেড়াদের খাওয়াচ্ছেন একজন কৃষক

ফেব্রুয়ারিতে ভারতের জেজুরিতে এক মন্দিরে সোম্বাতি অমাবস্যা উদযাপন।

 


মার্চে মোজাম্বিকে আঘাত হানে সাইক্লোন ইদাই। জাতিসংঘের তথ্য অনুযায়ী সাইক্লোনের প্রকোপে বহু মানুষ প্রাণ হারায় ও ১৭ লাখ মানুষ এর ফলে ক্ষতিগ্রস্থ হয়।

 


নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন ওয়েলিংটনে এক মুসলিম নারীকে আলিঙ্গন করছেন। মার্চে ক্রাইস্টচার্চে একটি বন্দুক হামলায় অন্তত ৫০ জন মারা যায়।

 


ইরাকে পার্সিয়ান নববর্ষ নওরোজ উদযাপন করছে কুর্দিরা।

 


এপ্রিলে টোকিওর কারাগার থেকে জামিনে বের হয়ে আসছেন নিসানের সাবেক চেয়ারম্যান কার্লোস গোসন। তার বিরুদ্ধে আর্থিক দুর্নীতির একাধিক অভিযোগ ছিল।

 


১৫ই এপ্রিল আগুন লাগে ফ্রান্সের ঐতিহাসিক নটরডেম গির্জায়।

 


২৩শে এপ্রিল শ্রীলঙ্কার নেগোম্বোতে গণ শেষকৃত্য অনুষ্ঠানে বয়ে নিয়ে যাওয়া হচ্ছে কফিন। ইস্টার সানডেতে সিরিজ বোমা হামলায় ২৫০ জনেরও বেশি মানুষ মারা যায় শ্রীলঙ্কায়।

 


আলা সালাহ, ২২ বছর বয়সী যে তরুণী সুদানের প্রেসিডেন্ট বিরোধী বিক্ষোভের প্রতীক হয়ে উঠেছিলেন।

 


প্রথম মার্কিন প্রেসিডেন্ট হিসেবে উত্তর কোরিয়ায় প্রবেশ করার আগে দক্ষিণ কোরিয়া সংলগ্ন সীমান্তে ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-আন।

 


কলম্বিয়ার সুয়াতামার্চানে দশম বার্ষিক টমেটো উৎসব টমাটিনা ফেস্টিভ্যাল।

 


৬ই জুন দ্বিতীয় বিশ্বযুদ্ধের নরম্যান্ডি অভিযানের ৭৫তম বার্ষিকী পালনের সময় ফ্রান্সের স্যানারভিলে ২৮০ জন প্যারাট্রুপারের অবতরণ।

 


জুলাইয়ে কয়েকদফা টুইটের পর মার্কিন হাউজ রেপ্রেজেন্টেটিভরা ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব জ্ঞাপন করেন।

 


টাইম ম্যাগাজিনের বছরের কনিষ্ঠতম ব্যক্তিত্ব ও পরিবেশ আন্দোলনকারী গ্রেটা টুনবার্গের সাথে প্যারিসে ইয়ুথ ফর ক্লাইমেট আন্দোলনের সদস্যরা।

 


সেপ্টেম্বরে হংকংয়ে গণতন্ত্রপন্থীদের বিক্ষোভে জলকামান দিয়ে পুলিশের হামলা।

 

আফগানিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী আবদুল্লাহ আবদুল্লাহ'এর র‍্যালিতে উপস্থিত সাধারণ মানুষ। তালেবানদের হুমকির মুখে নির্বাচনে কম সংখ্যক মানুষ ভোট দেন বলে খবরে উঠে আসে।

 


বাহামাতে হারিকেন ডোরিয়ানে ক্ষতিগ্রস্থ এলাকা। সেপ্টেম্বরে হওয়া ঐ দুর্যোগে অন্তত ৪৩ জন নিহত হয় এবং এখনও নিখোঁজ রয়েছেন অনেক মানুষ।

 


অক্টোবরে ভারতশাসিত কাশ্মীরের রাজধানী শ্রীনগরে এক বিক্ষোভকারী। অগাস্ট মাসে কাশ্মীরের বিশেষ ক্ষমতা বিলোপ করে ভারত সরকার।

 


ক্যালিফোর্নিয়ার সান্টা পলায় আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল কর্মীরা। ঐ দাবানলে প্রায় ১ লক্ষ একর জায়গা পুড়ে যায়।

 


ব্রাজিলের পূর্ব আমাজনে বন পাহাড়ারত গুয়াজাহারা সম্প্রদায়ের সদস্য। সংরক্ষিত অঞ্চলের স্থানীয় সম্প্রদায়ের সুরক্ষা নিশ্চিত না করায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেয়ার বোলসোনারো আন্তর্জাতিক ও অভ্যন্তরীনভাবে ব্যাপক সমালোচনার মুখে পড়েন।

 


তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ান শহর রাস আল-আইন শহরে তুরস্কের চালানো বিমান হামলার সময় এক নারী। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে মার্কিন সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়ার পর কুর্দিদের ওপর হামলা চালানো ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রিচেপ তায়েপ এরদোয়ান।

 


এক বছর বয়সী মেক্সিকান শিশু অপেক্ষা করছে মায়ের সাথে যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থী হিসেবে প্রবেশ করার জন্য।

সূত্র: বিবিসি

এমএস/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি