ফতুল্লায় অবৈধ ইটভাটায় অভিযান, ৩টি বন্ধ ঘোষণা
প্রকাশিত : ১০:৪৬, ২৪ জানুয়ারি ২০২৪
নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলীতে অবৈধ ইটভাটায় অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর। এসময় ১২টি ইটভাটাকে ৮১ লাখ টাকা জরিমানা এবং তিনটিকে বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুড়িগঙ্গা নদীর তীরবর্তী এলাকায় মঙ্গলবার দিনব্যাপী এ অভিযান চালানো হয়। এসময় পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
ইটভাটার লাইসেন্স না থাকায় ভ্যাকু দিয়ে একটি ভাটাকে গুড়িয়ে দেয়া হয়।
অভিযানের বিষয়ে নারায়ণগঞ্জের পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক শেখ মোজাহিদ জানান, পরিবেশ মন্ত্রণালয়ের নির্দেশে ১০১ দিনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। সেখানে অবৈধ ভাটাসহ কলকারখানার মাধ্যমে বায়ুসহ পরিবেশ দূষণ হচ্ছে সেখানে এ অভিযান চলবে।
এএইচ
আরও পড়ুন