ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফরাসি কাপের শেষ ষোলোয় পিএসজি

প্রকাশিত : ১০:৫৯, ২৪ জানুয়ারি ২০১৯

টানা তৃতীয় ম্যাচে জালের দেখা পেলেন ছন্দে থাকা এদিনসন কাভানি। গোল পেলেন আনহেল দি মারিয়াও। এই দুই তারকার নৈপুণ্যে স্ত্রাসবুরকে হারিয়ে ফরাসি কাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পিএসজি।

বুধবার রাতে মাঠ পার্ক দেস প্রিন্সেসে ২-০ ব্যবধানে জয় তুলে নেয় পিএসজি। তবে দলের এমন জয়ের দিনে গুরুতর চোট নিয়ে মাঠ ছেড়েছেন নেইমার। ধারণা করা হচ্ছে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে ছিটকে যেতে পারেন এই ব্রাজিলিয়ান তারকা।

ঘরের মাঠে খেলতে নেমে চতুর্থ মিনিটেই পিএসজিকে এগিয়ে নেন কাভানি। বুক দিয়ে বল নামিয়ে পেনাল্টি স্পটের কাছাকাছি বল বাড়ান ক্যামেরুনের ফরোয়ার্ড এরিক মাক্সিম চুপো-মোটিং। ছুটে প্রথম ছোঁয়ায় জোরালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন উরুগুয়ের স্ট্রাইকার। এই নিয়ে সব প্রতিযোগিতা মিলে শেষ তিন ম্যাচে পাঁচ গোল করলেন কাভানি। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৮তম মিনিটে বল নিয়ে প্রতিপক্ষের দুই খেলোয়াড়ের মাঝে ড্রিবল করতে গিয়ে পা মচকে যায় নেইমারের। গুরুতর চোট হওয়ায় ম্যাচের ৬২তম মিনিটে তাকে তুলে নেওয়া হয়।

তবে নেইমার না থাকলেও দমে যায়নি প্রতিযোগিতাটির বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৮০তম মিনিটে ইউলিয়ান ড্র্যাক্সলারের পাসে জয়সূচক গোলটি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার আনহেল ডি মারিয়া। বাকি সময়ে ব্যবধান কমাতে পারেনি অতিথিরা। ফলে দুর্দান্ত জয়ে ফরাসি কাপের শেষ ষোলোয় উঠে গেল পিএসজি।

সূত্র: গোল ডটকম

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি