ঢাকা, সোমবার   ০৬ জানুয়ারি ২০২৫

ফরাসী প্রেসিডেন্টের মেক-আপ খরচ ২৬ হাজার ইউরো

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ২৭ আগস্ট ২০১৭ | আপডেট: ১৬:৫৮, ২৭ আগস্ট ২০১৭

গত মে মাসে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে জিতে চমক সৃষ্টি করেছিলেন ইমানুয়েল ম্যাক্রো প্রেসিডেন্ট হওয়ার পর এই তিন মাসেই তিনি তার মেক-আপের পেছনে খরচ করেছেন ২৬ হাজার ইউরো

সোশ্যাল মিডিয়ায় ফরাসী প্রেসিডেন্টের এই মেক-আপ খরচ নিয়ে ব্যাপক রঙ্গ শুরু হয়েছে।

ফরাসী একটি সংবাদ সাময়িকীর মতে, ম্যাক্রো যে ব্যক্তিগত মেক-আপ আর্টিস্ট নিয়োগ করেছেন তার বিল এবং রূপচর্চা বাবদ এই অর্থ খরচ হয়েছে।

তবে এলিসি প্রাসাদের একজন মুখপাত্র দাবি করছেন, প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রর মেক-আপ বাবদ খরচ হওয়া এই অর্থ আগের প্রেসিডেন্টদের তুলনায় অনেক কম। প্রেসিডেন্ট ওলাদ বা প্রেসিডেন্ট সারকোজি এরচেয়ে বেশি অর্থ খরচ করতেন তাদের মেক-আপের জন্য। তিনি আরও বলেছেন, ভবিষ্যতে মেক-আপ বাবদ আরও কম খরচের কথা বিবেচনা করা হচ্ছে।

প্রতিদিন টেলিভিশন ক্যামেরা আর ফ্লাশ লাইটের মুখোমুখি হতে হলে মেক-আপ নিয়ে থাকেন অনেকে। কিন্তু তাই বলে তিন মাসেই ২৬ হাজার ইউরো খরচ মেনে নিতে পারছেন না অনেকেই। এর ফলে সোশ্যাল মিডিয়ায় ইমানুয়েল ম্যাক্রর ছবি দিয়ে শুরু হয়েছে ব্যঙ্গ-বিদ্রুপ।

 

//আর//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি