ফরিদগঞ্জ পৌরসভার ৮০ শতাংশ রাস্তাই ভাঙ্গাচোরা (ভিডিও)
প্রকাশিত : ১৫:২৭, ১ সেপ্টেম্বর ২০১৮
মেয়রের অনিয়ম আর স্বেচ্ছাচারিতায় খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভা। পৌরসভার প্রধান সড়কসহ প্রায় ৮০ শতাংশ রাস্তাই ভাঙ্গাচোরা। গোপনে টেন্ডার, নামে- বেনামে প্রকল্প তৈরি করে টাকা উঠানো, ঘুষ নিয়ে চাকরি দেয়াসহ বিভিন্ন অভিযোগ রয়েছে মেয়র মাহফুজুল হকের বিরুদ্ধে। তবে, এ’সব ষড়যন্ত্র বলে জানিয়েছেন মেয়র।
এ’বিষয়ে বিস্তারিত থাকছে রাত ১০টায় একুশের চোখ অনুষ্ঠানে।
২০০৫ সালে গঠিত হয় চাঁদপুর জেলার ফরিদগঞ্জ পৌরসভা। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এই পৌরসভার লোকসংখ্যা প্রায় ৩৫ হাজার। সবশেষ ২০১৬ সালে মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুল হক।
দায়িত্ব গ্রহণের পর থেকেই অনিয়ম শুরু করেন মেয়র। স্বেচ্ছাচারিতা হয়ে দাঁড়ায় স্বাভাবিক ঘটনা। কাউন্সিলরদের পাশ কাটিয়ে সিদ্ধান্ত নিতে থাকেন।
আরও পড়ুন