ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ফরিদপুরে মা‌টি ধ‌সে ৩ শ্রমি‌কের মৃত্যু, আহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১০, ৩১ মে ২০২৩

ফরিদপুরের সদরপুর উপজেলায় একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। বুধবার সকালে সাড়ে ১১টার দিকে উপজেলার ভাষানচর ইউনিয়নের জমাদ্দারডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯), ফরিদপুর সদর উপজেলার কবীরপুর এলাকার অন্তর (২৮) ও কৈজুরী এলাকার জুলহাস (২৭)।

আহতরা হলেন ফরিদপুরের কোতয়ালী থানার কুজুরদিয়া এলাকার মনির খাঁনের ছেলে সুমন খাঁন (২৭), একই থানার শোলাকুন্ডু এলাকার রোকন মীরের ছেলে ওহিদুল ইসলাম (৩০), ঘোড়াদহ এলাকার সিরাজ শেখের ছেলে রাসেল শেখ (২৫) ও একই গ্রামের মৃত খালেক শেখের ছেলে নজরুল ইসলাম (৩০)। আহতদের উদ্ধার করে সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ওসি সুব্রত গোলদার জানান, কয়েক দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ছাড়া এ ঘটনায় আরো চার শ্রমিক আহত হয়েছে। এ ব্যাপারে পরে বিস্তারিত জানানো যাবে।

ওসি জানান, খরব পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ গিয়ে উদ্ধার কাজ চালান।
এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

অপরদিকে সংবাদ পেয়ে ইউএনও আহসান মাহমুদ রাসেল ও উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি