ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফরিদপুরের চরাঞ্চলে উচ্চ ফলনশীল ভুট্টা চাষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৭, ১৯ এপ্রিল ২০১৮ | আপডেট: ১০:৪৭, ১৯ এপ্রিল ২০১৮

Ekushey Television Ltd.

বন্যার ক্ষতি পুষিয়ে নিতে ফরিদপুরে চরাঞ্চলের কৃষকেরা এবার সরকারি প্রণোদনায় উচ্চ ফলনশীল ভুট্টা চাষ করেছেন। প্রত্যাশিত দাম পেলে আগামীতে আরো বেশি জমিতে ভুট্টা আবাদের কথা জানিয়েছেন তারা। আবহাওয়া অনুকূলে থাকলে এ’বছর সাড়ে ৫ হাজার টন ভুট্টা পাওয়া যাবে বলে জানালেন জেলা কৃষি কর্মকর্তা।

ফরিদপুর জেলার বিস্তীর্ণ চরাঞ্চলে যেদিকে চোখ যায়, শুধুই ভুট্টার ক্ষেত। গত বছরের বন্যায় ফসলহানির ক্ষতি পুষিয়ে নিতে এ’বছর উচ্চ ফলনশীল ভুট্টার চাষ করেছেন কৃষকেরা। ভালো ফলন পেতে ক্ষেতের পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন তারা।

ইতিমধ্যে জেলার নর্থ চ্যানেল, ডিক্রিরচরের কৃষকেরা ক্ষেত থেকে ভুট্টা সংগ্রহ শুরু করেছেন। বেশী ফলনের পাশাপাশি বাজারে ভালো দাম পাওয়ার আশা করছেন চাষীরা।

সরকারি প্রণোদনা হিসেবে ভুট্টার বীজ ও সার কৃষকদের মাঝে সরবরাহ করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

২০০৯ সালে মাত্র ৫৯ হেক্টর জমিতে ভুটার চাষ হয়েছিলো। এ’বছর ৪৫০ হেক্টর জমিতে চাষের লক্ষ্যমাত্রা থাকলেও ৫০৭ হেক্টর জমিতে ভুট্টার আবাদ হয়েছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি