ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ফাইজারের কোভিড-১৯ ওষুধ ‘শর্তসাপেক্ষে’ অনুমোদন চীনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২২

হালকা থেকে মাঝারি অসুস্থতা এবং গুরুতর অসুস্থতার উচ্চ ঝুঁকি রয়েছে এমন প্রাপ্ত বয়স্কদের চিকিৎসার জন্য ফাইজারের কোভিড-১৯ ওষুধ প্যাক্সলভিড ‘শর্তসাপেক্ষে’ অনুমোদন দিয়েছে চীন।

ন্যাশনাল মেডিকেল প্রোডাক্টস অ্যাডমিনিস্ট্রেশন বলেছে যে, এই ওষুধ ব্যবহারে আরো গবেষণা প্রয়োজন। এ জন্য এটি নিয়ন্ত্রক সংস্থার কাছে জমা দেওয়া দরকার।

এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং ইউরোপীয় ইউনিয়নের বেশ কয়েকটি দেশ ওমিক্রনের বিরুদ্ধে জরুরি ব্যবস্থা হিসেবে প্যাক্সলভিড ব্যবহারের আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে।

২০১৯ সালের শেষের দিকে চীন থেকেই প্রথম করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। দেশটি এখন পর্যন্ত কোন বিদেশী ভ্যাকসিন ব্যবহারের অনুমোদন দেয়নি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি