ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

‘ফাইনাল ফোর্টি’তে বাংলাদেশের জেসিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৭, ১২ নভেম্বর ২০১৭

Ekushey Television Ltd.

আগামী ১৮ নভেম্বর চীনের সানাইয়া সিটি এরেনায় হবে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার ফাইনাল। ওইদিন নতুন মিস ওয়ার্ল্ডের মাথায় মুকুট পরিয়ে দেবেন বর্তমান বিশ্বসুন্দরী স্টেফানি দেল ভালে। বিশ্বের সবচেয়ে বড় সুন্দরী প্রতিযোগিতার এই ৬৭তম আসরে অংশ নিতে গত ২০ অক্টোবর চীনে গেছেন বাংলাদেশের সুন্দরী জেসিয়া। তার মাধ্যমে ১৬ বছর পর বাংলাদেশের কোনো প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশ নেন।

নতুন খবর হচ্ছে-মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় চমক দেখাচ্ছেন বাংলাদেশের জেসিয়া ইসলাম। প্রতিযোগিতার সেরা ৪০-এ জায়গা করে নিলেন তিনি। হেড টু হেড চ্যালেঞ্জ বিভাগের গ্রুপ সিক্সে জয়ী হয়ে তিনি পৌঁছে গেছেন ‘ফাইনাল ফোর্টি’তে। বিশ্বের ১২০ প্রতিযোগীর মধ্যে নির্বাচিত হয়েছে ফাইনাল ফোর্টি।

ফেসবুকে জেসিয়ার পেজে শনিবার (১১ নভেম্বর) রাত ৯টায় এক স্ট্যাটাসে বলা হয়েছে, ১২০ সুন্দরীর মধ্যে জেসিয়া এখন শীর্ষ ৪০-এ।’  হেড টু হেড চ্যালেঞ্জে কে কোন গ্রুপে থাকবেন তা নির্ধারিত হয়েছে ড্রয়ের মাধ্যমে। এবারই প্রথম বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় যুক্ত হয়েছে এই বিভাগ। এদিকে হেড টু হেড চ্যালেঞ্জে গ্রুপ সিক্সে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’-তে জেসিয়া ইসলামের প্রতিদ্বন্দ্বী ছিলেন ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, কানাডা, ইথিওপিয়া ও বটসওয়ানার সুন্দরীরা।

কিন্ত ভোটে তাদের টপকে সেরা হন জেসিয়া। প্রতিযোগিতায় জেসিয়াকে প্রশ্ন করা হয়েছিল, নারীর ক্ষমতায়নে কী করার পরিকল্পনা আছে?

উত্তরে তিনি বলেন, নারীদের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে একটি ইনস্টিটিউট গড়ার পরিকল্পনা আছে আমার। এখানে তাদের কর্মদক্ষতা বাড়ানোর শিক্ষা দেওয়া হবে। এর মাধ্যমে তারা স্বনির্ভর হতে পারবে ও তাদের মধ্যে আত্মবিশ্বাস জন্মাবে।

এসএ/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি