ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল
একুশে টেলিভিশন
প্রকাশিত : ১৬:৫৮, ২৩ এপ্রিল ২০১৭
মন্টে কার্লোস মাস্টার্স টেনিসে দশমবারের মতো ফাইনালে উঠলেন রাফায়েল নাদাল।
সেমিফাইনালের লড়াইয়ে ডেভিড গফিনকে হারিয়েছেন ডিফেডিং চ্যাম্পিয়ন রাফায়েল নাদাল। বেলজিয়াম টেনিস তারকা ডেভিড গফিনের বিপক্ষে ৬-৩ ও ৬-১ গেমে জয় নিয় ফাইনালে উঠেন ১৪টি গ্র্যান্ডস্লাম জয়ী নাদাল। প্রথম সেটের শুরুতে প্রতিদ্বন্দ্বীতামূলক খেলা গড়ে তোললেও দ্বিতীয় সেটে নাদালের দক্ষতার সামনে টিকতে পারেনি গফিন। শিরোপার লড়াইয়ে স্বদেশী আলবার্ট রামোস ভিনোলাসের সাথে খেলবেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার ওয়ান নাদাল।