ফাইনালে উঠলেন সিমোনা হালেপ
প্রকাশিত : ১৪:০৯, ৯ জুন ২০১৭ | আপডেট: ১৪:১২, ৯ জুন ২০১৭
ফ্রেঞ্চ ওপেন টেনিসে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠলেন শিরোপা প্রত্যাশি সিমোনা হালেপ।
ফাইনালে উঠার লড়াইয়ে প্রতিপক্ষ ক্যারোলিনা প্লিসকোভাকে হারিয়েছেন তিনি। প্রথম সেট থেকেই প্রতিদ্বন্দ্বীতামূলক খেলা গড়ে তোলেন দুজন। প্রথম সেটে ৬-৪ গেমে জয় নিয়ে এগিয়ে যান চেক প্রজাতন্ত্রের তারকা প্লিসকোভা। পিছিয়ে পরে দ্বিতীয় সেটেই ৬-৩ গেমে জয় নিয়ে সমতায় ফিরেন ২৫ বছর বয়সী সিমোনা হালেপ। তৃতীয় ও শেষ রাউন্ডের খেলায় ৬-৩ গেমে জয় নিয়ে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেন হালেপ। ফাইনালে তাঁর প্রতিপক্ষ জেলিনা ওস্তাপেঙ্কো।