ফাইনালে উঠলো চেলসি
প্রকাশিত : ১৬:৫৬, ২৩ এপ্রিল ২০১৭
এফএ কাপ ফুটবলের সেমিফাইনালে টটেনহাম হটস্পারকে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে উঠলো চেলসি।
ফাইনালে উঠার লড়াইয়ে চেলসির হয়ে জোড়া গোল করেন উইলিয়ান। ম্যাচের ৫ মিনিটেই ফ্রি কিকে গোল করেন এই ব্রাজিলিয়ান মিডফিল্ডার। ১৮ মিনিটে হ্যারি কেইন গোল করে টটেনহামকে সমতায় ফেরান। ৪৩ মিনিটে চেলসির হয়ে দ্বিতীয় গোল করে নিজের জোড়া গোল পূরন করে উইলিয়ান। ৫২ মিনিটে মিডফিল্ডার ডেলে আলি গোল করলে আবারো সমতায় ফিরে টটেনহাম। ৭৫ মিনিটে এডেন হ্যাজার্ড গোল করলে ৩-২ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। আর ৮০ মিনিটে ম্যাচের শেষ গোলটি আসে নেমানিয়া মাতিচের কাছ থেকে। এই নিয়ে টানা সাতবার সেমিফাইনাল থেকে ছিটকে গেল টটেনহাম।