ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফাইনালে নামলেই রেকর্ড, সবাইকে ছাড়িয়ে যাবেন মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ১৭ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

কাতার বিশ্বকাপে একের পর এক রেকর্ড গড়ে চলেছেন লিওনেল মেসি। তিনি ফাইনাল খেলতে মাঠে নামতেই হয়ে যাবে আরেকটি রেকর্ড। সবাইকে ছাড়িয়ে যাবেন এই আর্জেন্টাইন ফুটবলার।

ফাইনালের মাঠে পা রাখলেই মেসি হয়ে যাবেন বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলার। ছাড়িয়ে যাবেন লোথার ম্যাথাউসকে। জার্মানির এই ফুটবলার বিশ্বকাপে ২৫ ম্যাচ খেলেছেন, মেসির সংখ্যাও তাই। 

ফাইনালে নামলে মেসির ম্যাচ সংখ্যা হবে ২৬। পাঁচ বিশ্বকাপ খেলে মেসি এই কীর্তি গড়ার পথে রয়েছেন। 

রেকর্ড ভাঙলেও ক্ষতি নেই, ম্যাথাউসও চাইছেন মেসি এবারের বিশ্বকাপটা জিতুক। জার্মান কিংবদন্তি বলেছেন, ‘আমি চেয়েছিলাম সে আমার বিশ্বকাপে ম্যাচ খেলার রেকর্ডটা ভেঙে দিক। এখন শিরোপা জিততে পারলে তা হবে অবিস্মরণীয়।’

এবারের বিশ্বকাপে দারুণ ছন্দে রয়েছেন মেসি। নিজে করেছেন পাঁচটি গোল, করিয়েছেন আরও তিনটি। বিশ্বকাপে সবচেয়ে বেশি অ্যাসিস্টের রেকর্ডও মেসির।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি