ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফাইনালে পোলিশ রেফারি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৫, ১৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

বিশ্বকাপ ফুটবল ফাইনালে ম্যাচ পরিচালনা করা যে কোনো রেফারির জন্য গর্বের। আজ সেই তালিকায় নাম লেখাতে যাচ্ছেন পোল্যান্ডের রেফারি সিমন মার্চি নিয়াক। 

৪১ বছর বয়সী এই রেফারি আর্জেন্টিনা ও ফ্রান্সের ফাইনাল ম্যাচে হেড রেফারির দায়িত্ব পালন করবেন। ২০১১ সালে মার্চি নিয়াক ফিফার তালিকাভুক্ত রেফারি হয়েছিলেন। এবারই প্রথম দায়িত্ব পেলেন বিশ্বকাপ ফাইনাল পরিচালনার। 

গ্রুপ পর্বে ফ্রান্স-ডেনমার্ক এবং শেষ ষোলোতে আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়ার ম্যাচ পরিচালনা করেন। 

মার্চি নিয়াক বলেন, বিশ্বকাপে ম্যাচ পরিচালনা গৌরবের। ফাইনাল তো একজন রেফারির সেরা অর্জন। ফিফা আমার নাম ঘোষণার পর কিছুটা আবেগাপ্লুত হয়ে পড়ি। ফাইনাল মানেই তো সেরা হওয়ার লড়াই। এখানে ফেয়ার প্লের জন্য রেফারির গুরুত্ব অনেক। আমার বিশ্বাস কোনো বিতর্ক ছাড়াই ম্যাচ পরিচালনা করতে পারব। এক্ষেত্রে দুই দলের সহযোগিতা দরকার।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি