ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফাইনালে ভারতের বিপক্ষে বড় সংগ্রহ করতে পারলো না বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৫, ৮ ডিসেম্বর ২০২৪ | আপডেট: ১৫:৫৯, ৮ ডিসেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

শুরুটা আশা জাগানিয়া হলেও অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে খুব বেশি বড় সংগ্রহ দাঁড় করাতে পারেনি বাংলাদেশ দল। শিরোপা ধরে রাখার মিশনে ১৯৮ রানেই গুটিয়ে গেছে টাইগার যুবারা।  শিরোপা ধরে রাখতে হলে এখন মূল কাজটা করতে হবে বোলারদেরই।

রোববার (৮ ডিসেম্বর) দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করে দুই ওপেনার কালাম সিদ্দিকি ও জাওয়াদ আবরার। সপ্তম ওভারের শুরুতেই মাত্র ১ রান করে ফেরেন কালাম। ২০ রান করে আউট হন আরেক ওপেনার জাওয়াদ। অধিনায়ক আজিজুল হাকিমও লম্বা করতে পারেননি ইনিংস। ১৬ রান করে সাজঘরে ফেরেন তিনি। তখন দলীয় স্কোর ছিল ৬৬।

এরপর ৬২ রানের পার্টনারশিপ গড়েন শিহাব জেমস ও রিজান হোসেন। এই জুটিতে দলীয় শতরান পার করে বাংলাদেশ। তবে শিহাবকে ৪০ রানে ফিরিয়ে জুটি ভাঙেন মাহত্রে। ১২৮ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশ পরের উইকেট হারায় ১৩২-এ।

সেখান থেকে ৩৯ রান যোগ করতে বাংলাদেশ হারায় আরও ৪ উইকেট। এই সময়ে ৪৭ রান কর রিজান হোসেনকে হারায় বাংলাদেশ।এরপর ফরিদ-ফাহাদ জুটিতে ২০০ রানের গণ্ডি পারের কথা ভাবে বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি। ৪৯.১ ওভারে বাংলাদেশ ১৯৮ রানেই থেমে যায়। ফরিদ করেন ৩৯ রান। ভারতের হয়ে ২টি করে উইকেট নিয়েছেন দুই পেসার যুধাজিৎ, চেতন ও বাঁহাতি স্পিনার হার্দিক।

এখন দেখা যাক বাংলাদেশের বোলাররা কেমন করেন। এখন পর্যন্ত টুর্নামেন্টে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক বাংলাদেশ দলের দুই পেসার আল ফাহাদ ও ইকবাল হোসেন। দুজন নিয়েছেন ১০টি করে উইকেট। ফাইনালেও নিশ্চয়ই তাদের জ্বলে ওঠার অপেক্ষায় থাকবেন আজিজুলরা।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৯৮ রানের জবাবে ব্যাট করছে ভারত। ৩ ওভারে এক উইকেট হারিয়ে ৫রান সংগ্রহ করেছে তারা।

এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি