ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফাইনালে শুরু থেকেই খেলবেন ডি মারিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ১৬ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আর্জেন্টিনা আরও একবার বিশ্বকাপের ফাইনালে। বিশ্ব আসরে নিজেদের ষষ্ঠ ফাইনালে আগামী রোববার রাতে ফ্রান্সের মুখোমুখি হবে লিওনেল মেসির দল। তবে এই ম্যাচের আগে আলোচনায় আনহেল ডি মারিয়া।

২০১৪ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার জন্য এক হতাশার নাম ডি মারিয়া। তুমুল ফর্মের তুঙ্গে থাকা ডি মারিয়া বিশ্বকাপের ফাইনালের আগে ইনজুরিতে পড়ে ফাইনাল মিস করেন। যার দরুণ আর্জেন্টিনাও আর ফাইনালে জার্মানির সঙ্গে পেরে উঠেনি। এবারও ফাইনালের আগে শঙ্কা দেখে গেছে ডি মারিয়াকে নিয়ে।

বিশ্বকাপের নক আউট রাউন্ডে ইনজুরির কারণে কেবল একটি ম্যাচে ১০ মিনিটের জন্য খেলতে পেরেছেন। সবার মনে আশঙ্কা ছিল ডি মারিয়া বিশ্বকাপের ফাইনালে খেলবেন কিনা। তবে আশার কথা হচ্ছে ইনজুরি থেকে পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন ডি মারিয়া।

বিশ্বকাপে গ্রুপ পর্বে পোল্যান্ডের বিপক্ষে পায়ের ইনজুরিতে পড়েন ডি মারিয়া। নক আউট রান্ডের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামেননি তিনি। কোয়ার্টারে ডাচদের বিপক্ষে ১০ মিনিটের জন্য নামলেও সেমিতে ক্রোয়েশিয়ার বিপক্ষে দেখা যায়নি তাকে।

বিশ্বকাপ ফাইনালের দুই দিন আগে সাধারণভাবেই দলের সঙ্গে অনুশীলন করেছেন ডি মারিয়া। ডি মারিয়াকে একাদশে রেখেই দলকে অনুশীলন করিয়েছেন কোচ লিওনেল স্কালোনি। ডি মারিয়া যদি খেলতে পারেন তাহলে আর্জেন্টিনার জন্য হবে বড় একটি পাওয়া।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি