ঢাকা, শনিবার   ০৪ জানুয়ারি ২০২৫

ফাইনালে সাকিবের ভাবনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৭, ১৮ মার্চ ২০১৮

প্রথম দিকে না পাওয়া গেলেও সাকিব আল হাসান হঠাৎই যোগ দিয়েছিলেন দলের সঙ্গে। আর বিশ্বসেরা অলরাউন্ডারের ফিরে আসার ম্যাচেই দারুণ এক জয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে চলে গেল বাংলাদেশ।

রোববার সন্ধ্যা ৭টায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে প্রেমাদাসায় মাঠে নামছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে লড়াইয়ে অবশ্য নির্ভার হয়েই মাঠে নামতে চাইলেন সাকিব।

নিদাহাস ট্রফিতে সাকিবকে অধিনায়ক করেই দল ঘোষণা করেছিলেন নির্বাচকরা। ১৬ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছিল সাকিবকে। কিন্তু শেষমেশ বাঁহাতি অলরাউন্ডারের পরিবর্তে লিটন দাসকে নিয়ে বিমানে চড়েছিল বাংলাদেশ। আবার একদিনের সিদ্ধান্তে উড়ে এসে যোগ দিলেন দলের সঙ্গে। এ সময় বাংলাদেশ দাঁড়িয়ে আছে অঘোষিত সেমিফাইনালের সামনে। ফাইনালে নামার আগে এবার সাকিব সতীর্থদের তাগিদ দিলেন চাপে না পড়ে নিজেদের স্বাভাবিক খেলাটা খেলতে।

কলম্বোর মাঠে অনেকটা সময় অনুশীলনে ঘাম ঝরিয়ে দলনায়ক সংবাদ সম্মেলনে জানালেন, ফাইনালে দেখতে চান নির্ভার এক বাংলাদেশ দল।

সাকিব বলেন, টি-টোয়েন্টি ম্যাচে ভালো করার শর্ত খোলা মন নিয়ে মাঠে নামা। চাপ মনে করলেই চাপ, চাপ না মনে করলে কোনো চাপ নেই। আমার মনে হয়, সবাই বেশ নির্ভার আছে।

দলকে সাকিব বললেন, ফাইনাল ম্যাচটাকে আর একটা ম্যাচ হিসেবেই দেখতে। কারণ ফাইনালে নামলেই যেন বাংলাদেশ হয়ে যায় বিবর্ণ। অধিনায়ক বলেন, যদি আমরা ফাইনাল করে মাঠে নামি, তাহলে চাপ থাকবেই। তাই ওভাবে না ভেবে একটা দলের সঙ্গে খেলা, যে ভালো খেলবে সে-ই জিতবে। এমন ভাবনা নিয়ে মাঠে নামতে হবে।

একে// এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি