ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

ফাইনালেই স্বপ্নভঙ্গ হবে মেসিদের!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:৫৮, ১৫ ডিসেম্বর ২০২২

কাতার বিশ্বকাপ মাঠে গড়াবার আগে অনেকেই আর্জেন্টিনাকে ফেভারিট দল হিসেবে ভাবেননি। কিন্তু তাদেরকে ভুল প্রমাণ করেছে আলবেসিলেস্তারা। ছুটতে থাকা এই দল প্রথম সেমিফাইনালে ক্রোয়েশিয়াকে হারিয়ে জায়গা করে নিয়েছে ফাইনালে।

এতো দুরন্ত ফুটবল খেলার পরও এই আর্জেন্টিনাকে নিয়ে ভালো কিছু দেখছেন না ব্রিটিশ ধারাভাষ্যকার পিয়ের্স মরগ্যান। 

ক্রিস্টিয়ানো রোনালদোকে সেরা দাবি করা এই সাংবাদিক বলছেন, ফাইনালেই স্বপ্নভঙ্গ হবে মেসিদের। তাদের হৃদয় ভেঙে দেবে ফ্রান্স।  

বুধবার বাংলাদেশ সময় রাত ১টায় দ্বিতীয় সেমিফাইনালে মরক্কোর মুখোমুখি হবে ফরাসিরা। 

চমক দেখিয়ে সেমিতে ওঠা মরক্কো পরাজয় বরণ করবে বলে ধরেই নিয়েছেন পিয়ের্স মরগ্যান। এমনকি তিনি ভবিষ্যদ্বাণী করে রাখলেন, ফ্রান্সেই হৃদয় ভাঙবে মেসিদের।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘টকস্পোর্টস’কে দেওয়া সাক্ষাৎকারে মরগ্যান বলেন, ‘চূড়ান্ত প্রেডিকশন হচ্ছে, ফাইনালে জিতবে ফ্রান্স এবং তারা মেসির হৃদয় ভাঙতে যাচ্ছে। এই কথাটা মাথায় রেখো।’

আগামী ১৮ ডিসেম্বর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হওয়া ফ্রান্স-মরক্কোর মধ্যে বিজয়ী দলের বিপক্ষেই ফাইনালে মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। বিখ্যাত লুসাইল স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি