ঢাকা, বৃহস্পতিবার   ২৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফাইনালের আগে মেসির বার্তা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ১৮ ডিসেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আজকের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে কাতার বিশ্বকাপের। ফাইনালে ফ্রান্সের মুখোমুখি হবে আর্জেন্টিনা। লড়াইয়ের জন্য প্রস্তুত আর্জেন্টিনার মহাতারকা। মাঠে নামার আগে প্রতিপক্ষ ফ্রান্সকে এক প্রকার হুমকি দিয়ে রেখেছেন লিওনেল মেসি।

নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলার জন্য মুখিয়ে থাকা দুই দলের মাঠের লড়াই শুরু বাংলাদেশ সময় রাত ৯টায়।

ম্যাচের আগের দিন ইন্সটাগ্রামে ছোট্ট এক বার্তা দিয়েছেন মেসি। নিজের একটি ছবি দিয়ে লিখেছেন, “আমি প্রস্তুত। ভামোস, আর্জেন্টিনা।”

এখন পর্যন্ত বিশ্বকাপ জেতার স্বাদ না পাওয়া মেসি উন্মুখ হয়ে আছেন শেষটা রাঙিয়ে রাখতে।

ক্লাব ও জাতীয় দলে সম্ভাব্য সব শিরোপার স্বাদ পেয়েছেন মেসি। এবার বিশ্বকাপ জিতে শেষটা স্মরণীয় করে রাখার পালা ৩৫ বছর বয়সী এই জাদুকরের।

আর্জেন্টাইন অধিনায়কের সুযোগ আছে বিশ্বকাপ শিরোপা জয়ের মাধ্যমে ক্যারিয়ারের সর্বশেষ সফলতার পলকটি যুক্ত করার। ইতোমধ্যে নিজের ক্যারিয়ারে অসাধারণ অর্জন মেসিকে পৌঁছে দিয়েছে পেলে, দিওয়গো ম্যারাডোনা, আলফ্রেডো ডি স্টেফানো ও জোহান ক্রুইফদের কাতারে।

১৮ বছরের বর্ণিল ক্যারিয়ারে ৩৭টি ক্লাব শিরোপা, সাতবার ব্যালন ডি’অঁর খেতাব এবং ছয়বার ইউরোপীয় গোল্ডেন বুট জয় ছাড়াও একবার কোপা আমেরিকা শিরোপা এবং অলিম্পিকের স্বর্ণ পদকসহ আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসির যে গোলের পরিসংখ্যান, সে  রেকর্ড কখনও ভাঙ্গার নয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি