ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ফাইনালের জন্য ফিট গেইল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪৯, ১২ ডিসেম্বর ২০১৭ | আপডেট: ১৬:২৫, ১২ ডিসেম্বর ২০১৭

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফাইনাল আজ। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। আর আজকের ফাইনালের জন্য প্রস্তুত রংপুর রাইডার্সের ‍উদ্বোধনী ব্যাটসম্যান ক্রিস গেইল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচে চোট পেয়েছিলেন গেইল। তবে এই মুহূর্তে অনেকটাই সুস্থ গেইল। হাঁটা-চলায় তার কোনও সমস্যা নেই। ফাইনালে তার খেলা নিয়ে তাই আশাবাদী অধিনায়ক মাশরাফি।

রংপুরের হয়ে দারুণ ছন্দে আছেন ক্যারিবিয় ব্যাটিং-দানব ক্রিস গেইল। এলিমেনেটরে খুলনা টাইটানসকে বিদায় করা ম্যাচে ১২৬ রানের অপরাজিত ইনিংস খেলে বিপিএলের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড নিজের করে নেন এই বাঁহাতি। সবমিলিয়ে দশ ম্যাচে ২ হাফসেঞ্চুরি ও এক সেঞ্চুরিতে গেইলের রান ৩৩৯।

 

/এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি