ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

ফাইনালের মিশনে ব্যাটিংয়ে রংপুর রাইডার্স

প্রকাশিত : ১৮:৩৬, ৪ ফেব্রুয়ারি ২০১৯ | আপডেট: ১৮:৩৭, ৪ ফেব্রুয়ারি ২০১৯

জিতলেই সরাসরি ফাইনাল। আর হারলে দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হতে হবে ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে। এমন সমীকরণে দাঁড়িয়ে আজ সোমবার মুখোমুখি হয়েছে পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল রংপুর রাইডার্স এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এ প্রতিবেদন লেখা পর্যন্ত রংপুর রাইডার্স এক ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৩ রান সংগ্রহ করেছে।

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ইমরুল কায়েসের দলের বিপক্ষে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন রংপুর রাইডার্স অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা।

এর আগে দিনের প্রথম ম্যাচে জয় পেয়েছে ঢাকা ডায়নামাইটস। একামাত্র এলিমিনেটর ম্যাচে ৬ উইকেটের জয় তুলে নিয়ে সাকিবরা বিদায় করে দিয়েছে চিটাগং ভাইকিংসকে। ঢাকার ফাইনালে ওঠার পথে এখন আরেকটি ধাপ বাকী- ৬ ফেব্রুয়ারি খেলবে দ্বিতীয় কোয়ালিফায়ার। প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়া দল মুখোমুখি হবে সাকিবদের।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি