ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফানুস উড়াতে গিয়ে ৩ কিশোর দগ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০৬, ১ জানুয়ারি ২০২৪

Ekushey Television Ltd.

রাজধানীর কামরাঙ্গীরচরে বাসার ছাদে ফানুসে আগুন ধরাতে গিয়ে দগ্ধ হয়েছে তিন কিশোর। দগ্ধ কিশোরদের শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

রোববার (৩১ ডিসেম্বর) দিবাগত রাতে মুজিবরের ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। 

দগ্ধরা হচ্ছে যমজ ভাই রাকিব (১৭) ও রায়হান (১৭) এবং তাদের ভাতিজা রহমতউল্লাহ সিয়াম (১৬)।

দগ্ধ সিয়ামের বাবা স্বপন বলেন, নতুন বছর উপলক্ষে বাসার ছাদে ফানুসে আগুন দেওয়ার সময় ছেলে সিয়াম ও আমার দুই ভাই আগুনে দগ্ধ হয়।  দ্রুত তাদের তিনজনকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসি। বর্তমানে তিনজনকে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। 

সিয়ামের শরীর পুড়ে গেছে।  বাকি দুইজনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, কামরাঙ্গীরচরে ফানুস উড়াতে গিয়ে দগ্ধ তিনজনের চিকিৎসা শেখ হাসিনা জাতীয় বার্নে জরুরি বিভাগে চলছে। তাদের মধ্যে একজনের শরীরে বেশি অংশ পুড়ে গেছে ও অন্য দুজনের শরীরের সামান্য কিছু অংশ পুড়েছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি