ঢাকা, সোমবার   ০৭ অক্টোবর ২০২৪

ফান্ডের অভাবে ঝুলে আছে ৪১ হাজার শিক্ষকের অবসর ও কল্যান সুবিধা

প্রকাশিত : ১১:৫৮, ১৯ নভেম্বর ২০১৬ | আপডেট: ১১:৫৮, ১৯ নভেম্বর ২০১৬

ফান্ডের অভাবে ঝুলে আছে বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের ৪১ হাজার শিক্ষকের অবসর ও কল্যান সুবিধা। বছরের পর বছর ঘুরেও মিলছে না কষ্টার্জিত অর্থ। এ অবস্থায় অবসরে যাওয়ার ৬ মাস পরও বেসরকারি প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক সুযোগ-সুবিধা পাননি তাদের তালিকা চেয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ওই তালিকা অনুসারে তাদের পাওনা কতো হবে তার পরিমাণও জানতে চেয়েছেন উচ্চ আদালত। শিক্ষার আলো ছড়িয়ে জীবন পার করেছেন যেসব শিক্ষক, বৃদ্ধ বয়সে তাদের অনেকেরই এখন দিন কাটছে নিদারুণ কষ্টে। অবসর ভাতা পেতে ধরনা দিতে হচ্ছে দিনের পর দিন। এমনকি জীবদ্দশায় অনেকের কপালেই জোটে না অবসর ভাতা। কেউ কেউ গুরুতর অসুস্থ হয়ে মারা যান বিনা চিকিৎসায়। আবার অনেকেই রোগে শয্যাশায়ী, আবেদন করার পর খোঁজও নিতে পারছেন না। কল্যাণ ট্রাস্টে ৩১ হাজারের বেশি শিক্ষকের অর্থপ্রাপ্তি পেন্ডিং অবস্থায় রয়েছে। বর্তমানে চলছে ২০১৩ সালের চেক প্রদান। তবে সরকার থেকে ৬০০ কোটি টাকা পেলে ৬ মাসের মধ্যে এ সমস্যার সমাধান সম্ভব বলে জানান কল্যান ট্রাস্টের সহকারী সচিব। আর অবসরের টাকা পেতে বিলম্বের ভোগান্তি পোহাচ্ছেন ৪১ হাজারের বেশি শিক্ষক। বর্তমানে দেয়া হচ্ছে ২০১২ সালের চেক। এখানেও অর্থ ঘাটতি প্রায় ২ হাজার কোটি টাকা। এ অবস্থায় অবসরে যাওয়ার ৬ মাস পরও বেসরকারি প্রতিষ্ঠানের যে সকল শিক্ষক সুযোগ-সুবিধা পাননি তাদের তালিকা ও অর্থের পরিমান জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে সংশ্লিষ্ট কতৃপক্ষকে এ বিষয়ে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি