ফারাক্কা বাধের স্লুইস গেটগুলো খুলে দেয়ায় বেড়েছে পদ্মার পানি, শুরু হয়েছে নদী ভাঙ্গন
প্রকাশিত : ১৩:০৮, ৩০ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:০৮, ৩০ আগস্ট ২০১৬
ভারতে ফারাক্কা বাধের স্লুইস গেটগুলো খুলে দেয়ার পর পাবনা, কুষ্টিয়া ও রাজশাহীতে পদ্মার পানি কমলেও রাজবাড়িতে বেড়েছে। কয়েক জায়গায় শুরু হয়েছে তীব্র নদী ভাঙ্গন। দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল।
রাজবাড়ীতে গেল ২৪ ঘন্টায় পদ্মার ২ সেন্টিমিটার বাড়লেও বিপদসীমার নিচে রয়েছে। তবে সদর উপজেলার সাড়ে ৮ কিলোমিটার এলাকায় জুড়ে চলছে ভাঙ্গন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদরের বরাট ইউনিয়নের উড়াকান্দা ও লাল গোলা এলাকার শহর রক্ষা বাধ। ঝুকিতে আছে মসজিদ, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। এছাড়াও পানি বাড়ায় আর স্ধেসঢ়;্রাতের কারনে দেশের গুরুত্বপূর্ন নৌপথ দৌলতদিয়া- পাটুরিয়ায় ফেরি চলাচলে ব্যঘাত ঘটছে। দুই পারে সৃষ্টি হচ্ছে যানজট। এদিকে নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নওশরা গ্রামের ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রান বিতরণ করেছে প্রশাসন।
আরও পড়ুন