ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ফার্নান্দিনহোকে খুনের হুমকি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:২৭, ১০ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আত্মঘাতী গোলের জেরে খুনের হুমকি ব্রাজিলীয় ডিফেন্ডার ফার্নান্দিনহোকে। ব্রাজিলে বর্ণবিদ্বেষের শিকার এই ফুটবলার ও তার পরিবার। চরম সংকটের মুহূর্তে ব্রাজিল ফুটবল ফেডারেশন ফার্নান্দিনহোর পাশে দাঁড়াল।

কলম্বিয়ার এস্কোবারের ছোঁয়া এবার ব্রাজিলে। কলম্বিয়ার ওই ফুটবলারকে বিশ্বকাপে আত্মঘাতী গোল খাওয়ানোর দায়ে খুন হতে হয়েছিল। এবার ঠিক একই কারণে খুনের হুমকি দেওয়া হল ব্রাজিলের ডিফেন্ডার ফার্নান্দিনহোকে। অভিযোগ তার গোলেই না কি বেলজিয়ামের বিরুদ্ধে হেরে বিশ্বকাপ থেকে ছিটকে গেছে ব্রাজিল। আর তারপরই সোশ্যাল মিডিয়াতে খুনের হুমকি দেওয়া হয় ফার্নান্দিনহোকে। এখানেই শেষ নয়। তার বিরুদ্ধে বর্ণবিদ্বেষ মূলক নানান মন্তব্য করা হচ্ছে।  যদিও ব্রাজিল ফুটবল ফেডারেশন ফার্নান্দিনহোর পাশেই দাঁড়িয়েছে।

ফার্নান্দিনহো আর তার পরিবারের বিরুদ্ধে সমর্থকদের এই আচরণের তীব্র নিন্দা করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন।

সূত্র: জিনিউজ

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি