ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০২৪

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত

প্রকাশিত : ১৭:০৮, ৩১ মার্চ ২০১৯

চট্টগ্রাম জেলার লীড ব্যাংক হিসেবে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আয়োজনে স্কুল ব্যাংকিং কনফারেন্স অনুষ্ঠিত হয়। ৩০ মার্চ, ২০১৯ তারিখে লীড ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক আর্থিক শিক্ষা কর্মসূচি বাস্তবায়নে বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্ত্বাবধানে এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদেরকে স্কুল ব্যাংকিং সম্পর্কে অবহিত করে তাদের মধ্যে সঞ্চয়ের মানসিকতা তৈরি করা, জীবনের শুরুতেই সঞ্চয়ের স্পৃহা ও অভ্যাস তৈরী করে সঞ্চয়ের সুফল সম্পর্কে একটি সুন্দর দর্শন নিয়ে বেড়ে ওঠাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস. এম. মনিরুজ্জামান ও সভাপতিত্ব করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক মোঃ আবুল বশর, বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রাম কার্যালয়ের মহাব্যবস্থাপক মোঃ নূরুল আমীন, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চট্টগ্রাম আঞ্চলিক প্রধান মোঃ হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ আবু হাসান সিদ্দিক (শিক্ষা ও আইসিটি), চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার এস এম মেহেদী হাসান, বিপিএম(বার), পিপিএম(বার), বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের উপ পরিচালক বিধান চন্দ্র সাহাসহ চট্টগ্রাম জেলার সকল ব্যাংকের সকল শাখার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি