ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

ফাহিমের হেট্রিকে দ্বিতীয় টি-টোয়েন্টিও পাকিস্তানের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৬, ২৮ অক্টোবর ২০১৭ | আপডেট: ১৪:০০, ২৯ অক্টোবর ২০১৭

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে - ব্যবধানে শ্রীলঙ্কাকে হারাতে পারলে র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার হাতছানি রয়েছে পাকিস্তানের। সেই লক্ষ্যকে সামনে রেখে ভালোভাবেই এগিয়ে যাচ্ছে দলটি ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কাকে হোয়াইটওয়াশ করার পর এবার টি-টোয়েন্টি সিরিজও নিজেদের দখলে নিয়েছে পাকিস্তান

তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচের ৬ উইকেটে জয় পাওয়ার পর দ্বিতীয় ম্যাচেও ২ উইকেটের জয় তুলে নিয়েছে দলটি। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে পাকিস্তানের লাহোরে। ঘরের মাঠে শেষ ম্যাচ জিততে পারলেই নিউজিল্যান্ডকে টপকে শীর্ষে ওঠে যাবে সরফরাজ বাহিনী।

প্রথম ম্যাচে পরাজয়ের পর এদিন সিরিজে টিকে থাকতে জয়ের কোন বিকল্প ছিল না শ্রীলঙ্কার। সেই লক্ষ্যে ব্যাট করতে নেমে দিলশান মুনাবিরাকে সঙ্গে নিয়ে দুর্দান্ত শুভ সূচনা এনে দেন দানুশকা গুনাথিলাকা। রান আউটের ফাদে পড়ে ব্যক্তিগত ১৯ রান করে মুনাবিরা বিদায় নিলে সাদিরা সামারাবিক্রমাকে নিয়ে দলের হাল ধরেন গুনাথিলাকা। তিনি তুলে নেন ব্যক্তিগত অর্ধশত রান।

এক রানের ব্যবধানে সামারাবিক্রমা (৩২) ও গুনাথিলাকা (৫১) বিদায় নিলে কিছুটা দুর্বলতা আসে লঙ্কান শিবিরে। কিছু বুঝে ওঠার আগেই ফাহিম আশরাফ পর পর তিন বলে ধানুস সানাকা, উডনা, মাহেলা উধাওয়াত্তেকে সাজঘরে ফিরিয়ে দেন।

এর মাধ্যমেই পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাইলফলক স্পর্শ করলেন আশরাফ। টি-টোয়েন্টিতে দেশটির প্রথম বোলার হিসেবে হ্যাটট্রিক করার অবিস্বরণীয় কীর্তি গড়লেন। শেষ দিকে তার ঝড়ে শ্রীলঙ্কার ইনিংস শেষ হয় ১২৪ রানে।

১২৪ রানের জবাবে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। দলীয় ১১৩ রানে আট উইকেট পড়ে গেলে অনেকটাই ধরাশয়ী হয়ে যায় পাকিস্তান। শেষ পর্যন্ত শাদাব খানের অপরাজিত ১৬ রানের সৌজন্যেই জয় নিয়ে মাঠ ছাড়ে পাকিস্তান।

 

/ আর / এআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি