ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

‘ফায়ার অ্যান্ড ফিউরি’র লেখক প্রতারক : ট্রাম্প

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৭ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১১:১৯, ৭ জানুয়ারি ২০১৮

মানসিক সুস্থতা নিয়ে সংশয় উড়িয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে যে বইটিতে তার মানসিক অবস্থা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে সেটিকে ‘কল্পকাহিনী’ এবং এর লেখককে প্রতারক বলে আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। টুইটারে নিজেকে দৃঢ়চেতা প্রতিভাবান ও স্মার্ট দাবি করার পর এ মন্তব্য করলেন ট্রাম্প। খবর বিবিসির।

সম্প্রতি মাইকেল ওলফ প্রকাশিত ‘ফায়ার অ্যান্ড ফিউরি’ বইটি ব্যাপক সমালোচনার জন্ম দেয়। এতে বলা হয়েছে ট্রাম্পের বিশ্বস্ত লোকজন এমনকি হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ কর্মকর্তারাই মনে করেন, ট্রাম্প মানসিকভাবে সুস্থ নন;তিনি প্রেসিডেন্টের দায়িত্ব পালনের যোগ্য নন।

পরিপ্রেক্ষিতে স্থানীয় সময় শনিবার দলের জৈষ্ঠ নেতাদের সঙ্গে সভার পর গণমাধ্যমকে ট্রাম্প বলেন, মাইকেল ওলফের বইটি অলীক গল্প।

নিজের মানসিক সক্ষমতার বিবরণ দিয়ে ট্রাম্প বলেন, আমি সবচেয়ে ভালো কলেজের ছাত্র ছিলাম। ছাত্রজীবনে তুখোর ছাত্র ছিলাম। কোটি কোটি ডলার উপার্জন করেছি। দেশের সেরা ব্যবসায়ীদের একজন আমি। পরবর্তীতে ১০ বছর টেলিভিশনে কাজ করেছি এবং সফল হয়েছি।

ট্রাম্প ওলফকে তিন ঘন্টা সাক্ষাৎকার দিয়েছেন লেখকের এমন দাবির পরিপ্রেক্ষিতে ট্রাম্প বলেন, এমনটি হওয়ার কোনো সুযোগ নেই। এটি তার কল্পনা মাত্র। তবে ওলফের সঙ্গে কিছু বিষয়ে তার কথা হয়েছে বলে দাবি করেন ট্রাম্প।  

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি